দুবরাজপুর, 20 জুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদ্ম শিবিরের প্রার্থী হয়ে দাঁড়ান ৷ রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই শাসক-বিরোধী তরজা তুঙ্গে ৷ বেশিরভাগ জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে শাসকদলের তরফে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের চাপ আসছে বলে অভিযোগ উঠছে প্রার্থীদের তরফে ৷ তবে 'কেষ্টগড়ে' বিনা প্রতিদ্বন্দিতায় পদ্ম শিবিরের জয়ের বিষয়টি ছিল কল্পনাতীত ৷ কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল-কংগ্রেসে যোগদান করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থী। স্ক্রুটিনিতে বাদ পড়েছিল পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীর নাম ৷ আর মঙ্গলবার সিপিএম প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ ফলে একটি মাত্র গেরুয়া রঙ ধরেছিল বীরভূমে ৷ কিন্তু তা চোখের পলকে 'সবুজ' রঙে রূপ নিয়ে নেয় ৷
দুবরাজপুর পঞ্চায়েত সমিতির 17 নম্বর আসনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন লক্ষ্মী মুর্মু। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন রোজমেরী কিস্কু ও সিপিএমের প্রার্থী ছিলেন লক্ষ্মী মাড্ডি। কিন্তু, সস্ক্রুটিনিতে তৃণমূল কংগ্রেসের রোজমেরী কিস্কুর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে লড়াইটা ছিল সিপিএম ও বিজেপির মধ্যে। কিন্তু, এদিন সিপিআইএম প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। মনোনয়ন প্রত্যাহার শেষ হতে না-হতেই বিজেপি প্রার্থী হাতে তুলে নিয়েছেন তৃণমূলের পতাকা। তা নিয়ে এলাকাজুড়ে শোরগোল ৷