বোলপুর, 21 সেপ্টেম্বর: বীরভূমের বোলপুরে 'শিশুহত্যা'র (Bolpur Child Murder) প্রতিবাদে প্রায় 2 ঘণ্টা ধরে বিক্ষোভ অবস্থানে সামিল হলেন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ৷ এদিন শান্তিনিকেতন থানার (Santiniketan Police Station) সামনে তাঁর নেতৃত্বেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷ সেই কর্মসূচির শেষে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banejee) কুশপুতুল দাহ করা হয় ৷
উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, বোলপুরে নিহত শিশুর পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে বুধবার তাঁদের বাড়িতে যাবেন লকেট ৷ কিন্তু, বোলপুরে এসেই প্রবল বাধার মুখে পড়তে হয় লকেটকে ৷ শুনতে হয় 'গো-ব্যাক' স্লোগান ৷ এর পালটা লকেট বলেন, তাঁদের গো-ব্যাক স্লোগান দিয়ে কোনও লাভ নেই ৷ কারণ, 24 সালের আগে তৃণমূলই গো-ব্যাক হয়ে যাবে ! একইসঙ্গে লকেট জানান, বৃহস্পতিবার বোলপুরে আসবে বিজেপি'র প্রতিনিধিদল ৷ তার নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এর কয়েক দিনের মধ্যেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে এখানে আসবেন ৷ লকেটের সাফ কথা, যত দিন পর্যন্ত নিহত শিশুর পরিবার সুবিচার না-পাচ্ছে, ততদিন বিজেপি ওই পরিবারের পাশে থাকবে ৷ ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷