শান্তিনিকেতন, 16 এপ্রিল : দুস্থদের ত্রাণ বিলি শুরু করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও তাদের তরফে আজ 38 লাখ টাকা দেওয়া হয় । বিশ্বভারতীর আশপাশে প্রায় 100টি গ্রাম রয়েছে । সেই গ্রামগুলোর দুস্থ বাসিন্দাদের বাছাই করে তাদের মধ্যে ত্রাণ বিলি শুরু হয়েছে ।
কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । এমনকী দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত । ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । তাদের পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো । আর এবার দুস্থদের সহযোগিতায় এগিয়ে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । তাদের তত্ত্বাবধানে প্রায় 100টি গ্রাম রয়েছে । এই গ্রামগুলিতে সারাবছর শিক্ষার মানোন্নয়ন, কুসংস্কার দূরীকরণসহ একাধিক গঠনমূলক কর্মসূচি নেওয়া হয় বিশ্বভারতীর তরফে । এবার এই গ্রামগুলির দুস্থদের মধ্যে ত্রাণ বিলি শুরু করল তারা ।