বোলপুর, 7 ফেব্রুয়ারি: বাচ্চার জন্ম স্বভাবতই খুশি বয়ে আনে একটি পরিবারে ৷ কিন্তু একসঙ্গে যদি হয় তিনটি সন্তান, তাহলে সেই আনন্দ কয়েকগুণ বেড়ে যায় ৷ এমনই ঘটনা ঘটেছে বোলপুরে ৷ এক সঙ্গে 3টি সন্তানের জন্ম দিলেন পেশায় পুলিশকর্মী। আর এতে বেজায় খুশি সদ্য বাবা হওয়া পুলিশকর্মীর স্বামী, যিনি আবার কর্মরত ভারতীয় সেনায় ৷ একটি বেসরকারি হাসপাতাল দুই পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই পুলিশকর্মী (Birth of triplets at Bolpur hospital) ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও তিন সন্তান সুস্থ রয়েছে।
বোলপুরের মুলুকের বাসিন্দা বিনীতা ঘোষ ও সব্যসাচী ঘোষ । বিনীতা শান্তিনিকেতন থানার পুলিশ কর্মী ৷ সব্যসাচী ভারতীয় সেনায় নাগাল্যান্ড সীমান্তে কর্মরত । স্ত্রী সন্তানসম্ভবা, তাই ছুটি নিয়ে স্ত্রী'য়ের কাছে আসা। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিনীতা ঘোষ । চিকিৎসক সাকিনা খাতুন অস্ত্রোপচার করেন তাঁর। এ দিন সকালে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দেন তিনি ৷ দুই পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান । ওজন যথাক্রমে 2 কিলো 500 গ্রাম, 2 কিলো 400 গ্রাম এবং 2 কিলো।