নলহাটি, 27 ডিসেম্বর: বীরভূমের জেলা রাজনীতিতে বড় ঘটনা ঘটল মঙ্গলবার ৷ এবার তৃণমূলের ঘর ভাঙল বিজেপি ৷ এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বীরভূম তৃণমূল জেলা কংগ্রেসের সহ-সভাপতি বিপ্লব ওঝা । এদিন নলহাটির হরিপ্রসাদ হাইস্কুল মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তিনি (Birbhum TMC Leader Biplab Ojha joins BJP) । বিজেপির দলীয় পতাকা তাঁর হাতে তুলে দেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্য জেলা নেতৃত্ব (TMC Leader Joins BJP)।
উল্লেখ্য, মঙ্গলবার সকালেই তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন বিপ্লব ওঝা (Biplab Ojha) ৷ জেলা তৃণমূল সহ-সভাপতি পদে ছিলেন বিপ্লব ওঝা ৷ এদিনই সেই পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ সঙ্গে তৃণমূলের টিকিতে জেতা বীরভূমের জেলা পরিষদের সদস্য পদও ছেড়ে দিয়েছেন তিনি ৷ এদিন সাংবাদিক বৈঠকেও তাঁর গলায় শোনা গিয়েছিল আক্ষেপের সুর ৷ তিনি বলেন, "অত্যন্ত দুঃখের হলেও সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি ৷ 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম ৷ আজ সাংবাদিক বৈঠক করে এলাকার মানুষ ও আমার অনুগামীদের জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করছি আমি ৷"