পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbhum TMC: মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখল, অভিষেকের নির্দেশে সতর্ক করা হল অনুব্রত ঘনিষ্ট নেতাকে - অভিষেকের নির্দেশের পর বীরভূমের অনুব্রত

মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখল, অভিষেকের নির্দেশের পর বীরভূমের অনুব্রত ঘনিষ্ট তৃণমূল নেতাকে সতর্ক করল দল ৷ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷

Etv Bharat
Birbhum TMC

By

Published : May 14, 2023, 10:57 PM IST

সাংসদ শতাব্দী রায়

বোলপুর, 14 মে: মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখলের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এমনকী অভিযোগ পৌঁছে গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রীর কাছে ৷ অভিষেকের সফরের পরই অনুব্রত ঘনিষ্ট সেই তৃণমূল নেতা কেরিম খানকে ডেকে তিরস্কার করল দলের জেলা নেতৃত্ব ৷

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে অভিযুক্ত নেতা আব্দুল কেরিম খানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছিলেন ৷ সেই মতো এদিন বোলপুর দলীয় কার্যালয়ে তাঁকে ডেকে বৈঠক করে তৃণমূলের জেলা কোর কমিটি। জানা গিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র চাওয়ার পাশাপাশি তাঁকে সতর্ক করা হয়েছে বলেও তৃণমূল সূত্রে খবর ৷ নানুরের বাসাপাড়ায় প্রতি বছর মিলন মেলা হয় ৷ অভিযোগ, মেলা কমিটির নামে বিস্তীর্ণ একটি জায়গা বিভিন্ন লোকের কাছে বলপূর্বক, ভয় দেখিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে ৷ অভিযোগ নানুরের তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের বিরুদ্ধে ৷

এমনকী গ্রামবাসীরা মিলিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কেরিম খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ৷ সেই অভিযোগে উল্লেখ করা হয়েছিল, পার্টি অফিসে ডেকে মাথায় বন্দুক ঠেকিয়ে মেলা কমিটির নামে জমি লিখিয়ে নেওয়া হয়েছে। 9 থেকে 11 মে বীরভূম সফরে এসে জনসংযোগ যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 মে জেলা ছেড়ে যাওয়ার আগে দলের কোর কমিটিকে ডেকে রুদ্ধদ্বার বৈঠকও করেন তিনি। জানা গিয়েছে, সেই বৈঠকেই নানুরের তৃণমূল নেতা আব্দুল কেরিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিদান দিয়ে যান তিনি ৷ সেই মতো এদিন বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা কাজল শেখ, সুদীপ্ত ঘোষরা ৷ এই বৈঠকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানকেও ডাকা হয়েছিল ৷

তৃণমূল সূত্রে খবর, কেন মেলার মাঠ দখল করেছে সে, তার কাগজপত্র চাওয়া হয়েছে কারিম খানের কাছে ৷ পাশাপাশি তাঁকে সতর্কও করা হয়েছে। প্রসঙ্গত, এই আব্দুল কেরিম খানের সঙ্গে দীর্ঘ দিনের দ্বন্দ্ব রয়েছে নানুরের তৃণমূল নেতা তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখের। সেই গোষ্ঠী কোন্দল প্রসঙ্গেও এদিন বৈঠকে আব্দুল কেরিম খানকে সতর্ক করা হয়েছে দলের তরফে। বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত আব্দুল কেরিম খানকে ডাকা হয়েছিল। অভিযোগ অনুযায়ী তাঁর কাছে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলি দেখার পর কী ব্যবস্থা নেওয়া হবে তা সিদ্ধান্ত নেবে দল।" অন্যদিকে, কোর কমিটির আহ্বায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, "আমরা এদিন তাঁর কাছে সব নথি চেয়েছি ৷ অভিযোগ উঠেছে যখন তা খতিয়ে দেখতেই হবে ৷ তারপর সিদ্ধান্ত হবে।"

আরও পড়ুন: মমতার সঙ্গে 'সব মিটে গেলেও' দ্য কেরালা স্টোরি নিয়ে অবস্থান বদলাচ্ছেন না শুভাপ্রসন্ন

ABOUT THE AUTHOR

...view details