বোলপুর, 15 মে : 'অনুব্রতহীন' বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (Birbhum TMC conducts party meeting without Anubrata Mandal)। রবিবার বোলপুরের কসবা থেকেই শুরু হল বীরভূমে তৃণমূলের অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন । এদিনের কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে রাজনীতির ময়দান থেকে কিছুটা দূরেই রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷
গত 6 এপ্রিল সিবিআইয়ের তলবে কলকাতার নিজাম প্যালেসে হাজির না হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল । সেই থেকে কলকাতাতেই রয়েছেন তিনি ৷ গরু পাচারকাণ্ডের তদন্তে তাঁকে তলব করেছিল সিবিআই ৷ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়ে 6 এপ্রিল থেকেই এসএসকএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন অনুব্রত ৷ মাঝে সেখান থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার বাড়িতেই ছিলেন তিনি ৷ সেখান থেকে গত 12 এপ্রিল ফের তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ অর্থাৎ 1 মাসের বেশি সময় ধরে বীরভূম জেলার বাইরে রয়েছেন তৃণমূলের কেষ্ট ৷