পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbhum TMC Meeting : অনুব্রতকে ছাড়াই বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের - Birbhum TMC conducts party meeting before panchayat election without Anubrata Mandal

শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে রাজনীতির ময়দান থেকে কিছুটা দূরেই রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Birbhum TMC conducts party meeting without Anubrata Mandal) ৷ চিকিৎসার জন্য কলকাতাতেই রয়েছেন কেষ্ট ৷

Birbhum TMC News
বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

By

Published : May 15, 2022, 7:44 PM IST

বোলপুর, 15 মে : 'অনুব্রতহীন' বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (Birbhum TMC conducts party meeting without Anubrata Mandal)। রবিবার বোলপুরের কসবা থেকেই শুরু হল বীরভূমে তৃণমূলের অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন । এদিনের কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে রাজনীতির ময়দান থেকে কিছুটা দূরেই রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷

গত 6 এপ্রিল সিবিআইয়ের তলবে কলকাতার নিজাম প্যালেসে হাজির না হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল । সেই থেকে কলকাতাতেই রয়েছেন তিনি ৷ গরু পাচারকাণ্ডের তদন্তে তাঁকে তলব করেছিল সিবিআই ৷ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়ে 6 এপ্রিল থেকেই এসএসকএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন অনুব্রত ৷ মাঝে সেখান থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার বাড়িতেই ছিলেন তিনি ৷ সেখান থেকে গত 12 এপ্রিল ফের তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ অর্থাৎ 1 মাসের বেশি সময় ধরে বীরভূম জেলার বাইরে রয়েছেন তৃণমূলের কেষ্ট ৷

অনুব্রতর অনুপস্থিতি সঙ্গী করেই বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু

আরও পড়ুন : ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ, অর্জুনের নিশানায় এবার দলীয় নেতৃত্ব

আগামী বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ঘাসফুল শিবির ৷ বর্তমানে 'অনুব্রতহীন' বীরভূমেও শুরু হল তৃণমূলের অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন ৷ এদিনের সভার তত্ত্বাবধানে ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, নানুরের বিধায়ক বিধান মাঝি-সহ অন্যান্য নেতৃত্ব । সভাস্থলে অনুব্রত মণ্ডলের ছবি থাকলেও, ছিলেন না তিনি ৷ তবে অনুব্রত মণ্ডল না থাকায় এদিনের কর্মীসভায় গড় হাজির ছিলেন বহু কর্মী ৷ এই ধরণের সভায় সাধারণত অনুব্রত মণ্ডলই মধ্যমণি হয়ে থাকেন ৷ তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে এদিন চন্দ্রনাথ সিংহ বলেন, "অনুব্রত মণ্ডল রাজ্যের নেতা । এখন সে অসুস্থ৷ তাই আসতে পারেনি ৷ তবে দলের কাজ তো আর থেমে থাকবে না৷ সামনে পঞ্চায়েত ভোট । তাই সংগঠনের কাজ করে যেতে হবে৷ অনুব্রত না থাকায় সভা কিছুটা ম্লান তো হবেই ।"

ABOUT THE AUTHOR

...view details