সিউড়ি, 31 অগাস্ট : উদ্ধার করেছেন 6 হাজার সাপ ৷ বাঁচিয়েছেন অসংখ্য গোসাপ, কচ্ছপ, পাখিকে ৷ আয়োজন করেছেন সচেতনতা শিবিরের ৷ বুঝিয়েছেন, এই জীবগুলিও প্রকৃতির অঙ্গ ৷ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি । বছরখানেক নয় ৷ গত 20 বছর ধরে অক্লান্তভাবে এটাই করে চলেছেন বীরভূমের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ৷ নিজের স্কুলে গড়ে তুলেছেন সাপের মিউজ়িয়াম ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাঁকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার ৷
শিক্ষারত্ন পাচ্ছেন বীরভূমের দীনবন্ধু বিশ্বাস - Teacher's Day
বীরভূমের অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ৷ চলতি বছর শিক্ষারত্ন পাচ্ছেন তিনি ৷
অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধুবাবু ৷ একইসঙ্গে জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ বিওরোর সদস্যও তিনি ৷ বিভিন্ন মেলাতে সাপের প্রর্দশনীর আয়োজন করেছেন ৷ গড়ে তুলেছেন সাপের সংগ্রহশালাও । সাপের ডিম জোগাড় করে রেখেছেন সিউড়ির সেহেড়াপাড়ার নিজের "রূপকথা" বাড়িতে ৷ প্রকৃতপ্রেমী হিসেবে দেশে-বিদেশে সুনামও রয়েছে ৷ প্রখ্যাত সর্পবিদ স্টিফেন্সের কাছ থেকে উপহার হিসেবে একটি স্নেক স্টিকও পেয়েছিলেন ৷
তবে শুধু বাইরের জগত নয়, স্কুলেও একইভাবে বিভিন্ন উদ্যোগ নেন দীনবন্ধুবাবু ৷ তাঁর উদ্যোগেই স্কুলে গড়ে উঠেছে সাপের মিউজ়িয়াম ৷ প্রতি বছর স্কুলের সরস্বতী পুজোর থিম থেকে শুরু করে প্রতিমা, মণ্ডপ সবেতেই এগিয়ে আসেন দীনবন্ধুবাবু ৷ ফুটিয়ে তোলেন বিভিন্ন সামাজিক বার্তা ৷ আর সেই দীনবন্ধুবাবুকেই রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ৷ এই খবর পাওয়ার পর স্বভাবতই খুশি দীনবন্ধুবাবু ৷ বলেন, "পুরস্কার পাব শুনে নিঃসন্দেহে ভালো লাগছে । তবে, এটা আমার একার পুরস্কার নয় ৷ এই পুরস্কার অজয়পুর স্কুলের সহকর্মী, ছাত্র-ছাত্রী, এলাকার মানুষজন ও পরিবারের সবার। তাদের সহযোগিতা না পেলে এই কাজ করতে পারতাম না ।"