পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbhum SP Transfer: মাড়গ্রামকাণ্ডের জের, সরানো হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে - Nagendra Nath Tripathi

নবান্ন থেকে নির্দেশিকা জারি করে সরিয়ে দেওয়া হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ৷ তাঁর জায়গায় আসছেন ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukherjee) । ভাস্কর এতদিন সুন্দরবন পুলিশ জেলার এসপি পদে ছিলেন ৷ তাঁর জায়গায় এসেছেন কোটেশ্বরা রাও নালাভাথ ৷

ETV Bharat
নগেন্দ্রনাথ ত্রিপাঠী

By

Published : Feb 5, 2023, 4:07 PM IST

Updated : Feb 5, 2023, 4:54 PM IST

বোলপুর , 5 ফেব্রুয়ারি: মাড়গ্রামে বোমা বিস্ফোরণে দুই তৃণমূলকর্মীর মৃত্যুর জের, সরিয়ে দেওয়া হল বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ৷ তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায় । রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়েছে (New Birbhum SP) ৷ ভাস্কর মুখোপাধ্যায় এতদিন সুন্দরবন পুলিশ জেলার এসপি ছিলেন ৷ নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে রাজ্যের পুলিশ ডিরেক্টরেটে ওএসডি (ডিআইজি পদমর্যাদা) পদে পাঠান হয়েছে (New SP of Birbhum) ৷

উল্লেখ্য, শনিবার রাত 8 নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের মাড়গ্রাম ৷ দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় দুই তৃণমূলকর্মী নিউটন শেখ ও লাল্টু শেখের ৷ অভিযোগ, বগটুইকাণ্ডের মতো এখানেও অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় (Margram bomb blast) ৷ গত বছর মার্চ মাসে বগটুই গণহত্যার সময়েও এই জেলার পুলিশ সুপার পদে ছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী ৷

উল্লেখ্য, গত কয়েক বছরে সংবাদ শিরোনামে উঠে এসেছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Nagendra Nath Tripathi) ৷ 2021 বিধানসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রামে এক বুথের ভিতর মুখ্যমন্ত্রীর চোখ চোখ রেখে তিনি বলেছিলেন, "ম্যাডাম খাকিতে দাগ লাগতে দেব না ৷" এরপরেই সামাজিক মাধ্যমে 'দাবাং' পুলিশ অফিসার হিসাবে ভাইরাল হয়েছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নাম । এই ঘটনার পরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাঁকে বীরভূমের পুলিশ সুপার করে পাঠিয়েছিল ৷ তখন মনে করা হয়েছিল ফের সরকার গড়লে তাঁকে হয়তো বীরভূমের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তিনি সেই পদেই বহাল থাকেন এতদিন ৷ রাষ্ট্রপতি পুরষ্কারেও তাঁর নাম মনোনীত হয়েছে । সদ্য জেলা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন নগেন্দ্রনাথ ৷

নবান্নের তরফে জারি করা নির্দেশিকা

আরও পড়ুন:এসএসকেএমে মৃত্যু পঞ্চায়েত প্রধানের ভাইয়ের, মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে 2

তবে বীরভূমের পুলিশ সুপার হিসেবে নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সময়কালে এই জেলায় একাধিক বড় বড় ঘটনা ঘটেছে । তার মধ্যে অন্যতম বগটুই হত্যাকাণ্ড । সেই বগটুইয়ের ছায়া শনিবার রাতে দেখা যায় মাড়গ্রামে ৷ দুই তৃণমূল নেতাকে বোমা মেরে খুন করা হয়৷ গ্রাম উত্তাল হয়ে ওঠে ৷ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি ৷ এই ঘটনার পরেই বদলির নির্দেশ পেলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী ৷

Last Updated : Feb 5, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details