পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্লাস্টিক থেকে পেট্রল-গ্যাস উৎপাদন শান্তিনিকেতনের বিজ্ঞানীর - Dr. Purnabrata Chakraborty

বর্তমানে আকাশছোঁয়া পেট্রল ও গ্যাসের মূল্য । এর জেরে সর্বত্রই মূল্যবৃদ্ধি হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছেন শান্তিনিকেতনের বিজ্ঞানী ড. পূর্ণব্রত চক্রবর্তী । তিনি প্লাস্টিক ব্যবহার করে অতি সহজে পেট্রল ও গ্যাস উৎপাদন করে নজির গড়েছেন ৷

Birbhum
প্লাস্টিক থেকে পেট্রল-গ্যাস উৎপাদন শান্তিনিকেতনের বিজ্ঞানী পূর্ণব্রত চক্রবর্তীর

By

Published : Aug 11, 2021, 5:40 PM IST

শান্তিনিকেতন, 11 অগস্ট : প্লাস্টিক (Plastic) ব্যবহার করে অতি সহজে পেট্রল ও গ্যাস উৎপাদন করে নজির গড়লেন শান্তিনিকেতনের (Santiniketan) বিজ্ঞানী ড. পূর্ণব্রত চক্রবর্তী । ইতিমধ্যে তাঁর এই গবেষণার ফলকে স্বীকৃতি দিয়েছে ভারত সরকারের (India Government) ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগ । এই বছরের জুন মাসে এই গবেষণাকে স্বীকৃতি দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন ৷

দীর্ঘ 12 বছর ধরে এই নিয়ে গবেষণা করছেন তিনি । তাঁর তৈরি মেশিনের দ্বারা অতি সহজেই প্লাস্টিক রূপান্তরিত হচ্ছে পেট্রল (Petrol) ও গ্যাসে (Gas) । বর্তমানে আকাশছোঁয়া পেট্রল ও গ্যাসের মূল্য । তাই ভবিষ্যতে তাঁর গবেষণার ফল বিকল্প হিসেবে মানব সভ্যতায় অনেকটাই সুবিধা দেবে, এমনই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :Women Torture : বালিপাড়ায় প্রশাসনের সঙ্গে বৈঠকে কালীদাসী ও মোড়ল, বয়কট তোলার আশ্বাস

শান্তিনিকেতনের শ্রীপল্লির বাসিন্দা ড. পূর্ণব্রত চক্রবর্তী । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswabharati University) রসায়নবিদ্যা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পরবর্তীতে পিএইচডি করেন তিনি । এরপরে একটি পেট্রোলিয়াম (Petroleum) সংস্থায় বিশেষজ্ঞ হিসেবে কাজে যোগদান । কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘোরেন । এমনকি, পেট্রোলিয়াম বিশেষজ্ঞ হিসেবে দু'বছর নাইজেরিয়াতে ছিলেন তিনি ।

প্লাস্টিক থেকে পেট্রল-গ্যাস উৎপাদন

দীর্ঘ 32 বছর কর্মজীবন অতিবাহিত করেন । কাজেই পেট্রোলিয়াম ও পেট্রোপণ্য সংক্রান্ত বিষয়ে তাঁর জ্ঞানের পরিধি বাড়তে থাকে । একদিন তাঁর মাথায় আসে প্লাস্টিক পরিবেশের ক্যানসার, আর এই প্লাস্টিক নির্মাণ হয় পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পলিমার দিয়ে । তাই প্লাস্টিক থেকে পুনরায় পেট্রল উৎপাদন করলে একদিকে পরিবেশ দূষণ মুক্ত হবে, অন্যদিকে আকাশছোঁয়া পেট্রলের দাম থেকে রেহাই পাবে সাধারণ মানুষ ।

আরও পড়ুন :বাস নয়, বাসা

সেই ভাবনা থেকে তাঁর গবেষণা শুরু হয় । বর্তমানে অবসরপ্রাপ্ত এই বিজ্ঞানী শান্তিনিকেতনের বাড়িতে নিজেই একটি মেশিন তৈরি করেছেন । যা দিয়ে খুব সহজেই প্লাস্টিক থেকে পেট্রল উৎপাদিত হচ্ছে । শুধু পেট্রল নয়, রান্নার গ্যাসও উৎপাদিত হচ্ছে প্লাস্টিক থেকে । উৎপাদিত সামগ্রী নিজেরই বিভিন্ন কাজে ব্যবহার করছেন । তাঁর কাছ থেকে জানা গিয়েছে, এক কেজি প্লাস্টিক থেকে প্রায় 950 গ্রাম তরল গ্যাস ও গ্যাস উৎপাদিত হয় । তরল গ্যাস, যা দাহ্য পদার্থ পেট্রল ।

তাঁর দাবি, এই পেট্রল দিয়ে কম ক্ষমতা সম্পন্ন যে কোনও মোটর, মেশিন, গাড়ির ইঞ্জিন প্রভৃতি অনায়াসে চালানো যাবে । উৎপাদিত এই পেট্রল যদি আরও পরিশোধন করা হয়, তাহলে তা দিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সহজেই চালানো যাবে ৷ এছাড়া উৎপাদিত গ্যাস রান্নার কাজে ব্যবহার করা যাবে । এক কেজি প্লাস্টিককে তরল গ্যাস ও গ্যাসে রূপান্তরিত করতে অল্প সময় লাগে পেট্রোলিয়াম বিজ্ঞানী পুণ্যব্রত চক্রবর্তীর তৈরি মেশিনের দ্বারা ।

প্লাস্টিক থেকে পেট্রল-গ্যাস উৎপাদন শান্তিনিকেতনের বিজ্ঞানীর

আরও পড়ুন :Minakshi Mukhopadhyay : মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বিজেপির আগ্রাসনের তুলনা মীনাক্ষীর

তিনি আরও জানান, এই মেশিন প্রতিটি পঞ্চায়েত ও পৌরসভা যদি ব্যবহার করে তাহলে প্লাস্টিক যে স্থানে ফেলা হয়, সেই স্থানেই পেট্রল ও গ্যাস উৎপাদন করা সম্ভব । এতে একদিকে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সরকারি খাত থেকে যে পরিমাণ খরচ হয়, তা বেঁচে যাবে। অন্যদিকে আকাশছোঁয়া পেট্রল ও গ্যাসের দাম থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ ।

পেট্রোলিয়াম বিজ্ঞানী ডঃ পুণ্যব্রত চক্রবর্তী বলেন, "কর্মসূত্রে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্লাস্টিক দেখে মাথায় আসে পেট্রল উৎপাদনের কথা । তারপরেই শুরু করি গবেষণা । এই পদ্ধতিতে পেট্রল ও গ্যাস উৎপাদনে কোনও রকম পরিবেশ দূষণ হয় না । অথচ দূষণমুক্ত পরিবেশ গড়া যায় । সহজ পদ্ধতিতে এই উৎপাদন করার জন্য ভারত সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে ।"

আরও পড়ুন :Exclusive Interview with Sidhu : রাজনীতি চাইছে শিল্পীদেরও মেরুকরণ হোক, একান্ত সাক্ষাৎকারে সিধু

ABOUT THE AUTHOR

...view details