পাইকর (বীরভূম), 21 জুলাই : বীরভূমের পাইকর এলাকায় অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে চুরির 155 গ্রাম সোনার গয়না ৷ অভিযোগ মহারাষ্ট্র এবং মুম্বই এর বিভিন্ন জায়গায় চুরি করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসে বীরভূমের পাইকরে আত্মগোপন করে সে ৷ গতকাল পাইকর থানার পুলিশের সাহায্যে অভিযুক্ত হাফিজুল শেখকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, গত 12 এপ্রিল মুম্বই এর পাইধনি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয় ৷ অভিযোগ মুম্বই থেকে সোনার গয়না চুরি করেছিল হাফিজুল শেখ ৷ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহারাষ্ট্রে এমন বেশ কয়েকটি চুরির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ এর পরেই তদন্তে নেমে মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র ধরে হাফিজুলের খোঁজ শুরু করে পুলিশ ৷ তদন্তকারীরা জানতে পারে হাফিজুল বীরভূমের পাইকরে আত্মগোপন করে রয়েছে ৷ পাইকরের বাগরাপাড়া গ্রামে তার বাড়ি ৷