পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের বীরভূমে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী -

তল্লাশি চালিয়ে মহম্মদবাজার থানার শেওড়াকুড়ি এলাকা থেকে উজ্জ্বল বাগদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তার কাছে থাকা ব্যাগ থেকে আধুনিকমানের একটি 9 এম এম পিস্তলসহ 6 রাউণ্ড গুলি, একটি 7 এম এম পিস্তলসহ 13 রাউণ্ড গুলি ও দু'টি ম্যাগাজিন উদ্ধার হয়।

birbhum police arrested a man with arms
বীরভূমে ফের আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী গ্রেফতার

By

Published : Jun 17, 2021, 6:53 AM IST

মহম্মদবাজার, 17 জুন : আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মহম্মদবাজার থানার পুলিশ ৷ ধৃতের কাছ থেকে দুটি আধুনিকমানের পিস্তলসহ 19 রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয় ।

উল্লেখ্য, আগাম খবর পেয়ে 6 জুন সিউড়ি লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে পুলিশ ৷ সেই ট্রাক থেকে পিস্তল, ম্যাগাজিন, বিস্ফোরক উদ্ধার হয়। ট্রাকে থাকা দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম পুলিশ । জানা গিয়েছে, ধৃতদের জেরা করে নিউটাউনে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের খোঁজ পায় গোয়েন্দারা । এই কারণেই নিউটাউন শ্যুটআউটের পর বীরভূম জেলা জুড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে ৷ তল্লাশি চালিয়ে গত 10 জুন কাঁকরতলা থানার পুলিশ 20টি সকেট বোমা উদ্ধার করেছিল ।

বুধবার তল্লাশি চালিয়ে শেওড়াকুড়ি এলাকা থেকে উজ্জ্বল বাগদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ । তার কাছ থেকে আধুনিকমানের একটি 9 এমএম পিস্তলসহ 6 রাউণ্ড গুলি, একটি 7 এমএম পিস্তলসহ 13 রাউণ্ড গুলি ও দু'টি ম্যাগাজিন উদ্ধার হয়। বীরভূম পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন : Newtown Shoot-Out : শুট আউটে বীরভূম লিঙ্ক, ঘর ভাড়ার ক্ষেত্রে সতর্কতামূলক প্রচার পুলিশের

বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে । তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details