মহম্মদবাজার, 17 জুন : আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মহম্মদবাজার থানার পুলিশ ৷ ধৃতের কাছ থেকে দুটি আধুনিকমানের পিস্তলসহ 19 রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয় ।
উল্লেখ্য, আগাম খবর পেয়ে 6 জুন সিউড়ি লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে পুলিশ ৷ সেই ট্রাক থেকে পিস্তল, ম্যাগাজিন, বিস্ফোরক উদ্ধার হয়। ট্রাকে থাকা দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম পুলিশ । জানা গিয়েছে, ধৃতদের জেরা করে নিউটাউনে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের খোঁজ পায় গোয়েন্দারা । এই কারণেই নিউটাউন শ্যুটআউটের পর বীরভূম জেলা জুড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে ৷ তল্লাশি চালিয়ে গত 10 জুন কাঁকরতলা থানার পুলিশ 20টি সকেট বোমা উদ্ধার করেছিল ।