পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন নির্দেশিকা না মানায় বীরভূমে আটক 22, চলছে পুলিশি অভিযান - Birbhum police

লকডাউন সফল করতে রাস্তায় বীরভূম পুলিশ ৷ বোলপুরসহ বিভিন্ন জায়গায় গতকাল টহল দেয় পুলিশ ৷ কোনও কোনও জায়গায় মানুষকে সচেতন করতে পথে নামেন খোদ পুলিশ সুপার ৷

birbhum
বীরভূম

By

Published : Mar 25, 2020, 11:07 AM IST

বোলপুর, 25 মার্চ : লকডাউন চলছে রাজ্যজুড়ে । সরকারি নির্দেশিকা না মানায় এখনও পর্যন্ত বীরভূম জেলায় 22 জনকে আটক করেছে পুলিশ । এছাড়া সবজি, মুদি দোকান, দুধ বিক্রেতাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার বিতরণ করা হয় পুলিশের তরফ থেকে ।

লকডাউন ঘোষণার পর জমায়েত রুখতে গতকাল অভিযান চালান জেলা পুলিশ সুপার শ্যাম সিং । সকাল থেকেই দেখা যায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অযথা বহু মানুষ রাস্তায় বেরিয়েছে । গতকাল অধিকাংশ দোকানই খোলা ছিল সকাল থেকে । জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একপ্রকার বলপূর্বক বন্ধ করা হয় বেশ কিছু দোকান । জমায়েত রুখতে বেশ কয়েকটি জায়গায় লাঠিচার্জও করতে হয় পুলিশকে ।

পুলিশের তরফ থেকে দোকানিদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হল

রাতে বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং-এর নেতৃত্বে বোলপুর হাটতলা এলাকায় জমায়েত রুখতে পুলিশ অভিযান চালায় । লকডাউনের আওতার বাইরে থাকা সবজি, মুদি দোকান, দুধ বিক্রেতাদের কোরোনা সংক্রমণ রুখতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে পুলিশ । পাশাপাশি কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনও করা হয় ।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘সরকারি নির্দেশিকা না মানায় দিনভর অভিযান চালিয়ে এখনও পর্যন্ত 22 জনকে আটক করা হয়েছে । এছাড়া বাইরে থেকে আসা 5218 জনকে চিহ্নিত করে হোম কোয়ারানটাইনে পাঠানো হয়েছে । এদের মধ্যে 75 জন বিদেশ থেকে এই জেলায় ফিরেছেন ।’’

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘‘যেসব অত্যাবশ্যক সামগ্রী দোকান খোলা থাকবে সেই দোকানিদের আমরা মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছি । কোথাও অযথা জমায়েত হলে খবর পেলেই পুলিশ ব্যবস্থা নেবে ।’’

ABOUT THE AUTHOR

...view details