পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণে বাধা দেওয়ায় খুনের চেষ্টা মহিলাকে - ধর্ষণ ও খুন

বীরভূমে মহিলাকে ধর্ষণের চেষ্টা , বাধা দিতে এলে মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত

ধর্ষণে বাধা দেওয়ায় খুনের চেষ্টা মহিলাকে

By

Published : Aug 25, 2019, 1:59 AM IST

মল্লারপুর, 25 অগাস্ট : ধর্ষণে বাধা দেওয়ায় এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় প্রতিবেশী যুবক । গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূম মল্লারপুর থানার টাউরিয়া গ্ৰামে। গ্রামের এক গৃহবধূ বিকেলে নিজের কৃষি জমিতে যাচ্ছিলেন । অভিযোগ, সেই সময় বিলাস পাল নামধারী গ্রামেরই এক যুবক হামলা চালায় তাঁর উপরে ৷ ধর্ষণে বাধা দিলে মহিলার মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয় ৷ মহিলাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায় সে ৷

মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা ৷ তাঁরাই মহিলাকে উদ্ধার করে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসকরা রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করেছেন ।

বিষয়টি মল্লারপুর থানায় জানানো হয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে অভিযুক্ত এখনও অধরা ৷

ABOUT THE AUTHOR

...view details