পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cops Protect Miyazaki Mango: তিন লাখি মিয়াজাকি আমের নিরাপত্তায় পুলিশের দ্বারস্থ বাগান মালিক - Cops Protect Miyazaki Mango

প্রতি কেজি জাপানি মিয়াজাকি আমের দাম আড়াই থেকে তিন লাখ টাকা ৷ বীরভূমে এক কৃষকের বাগানে প্রায় 200টি এমন আম ফলেছে ৷ তার নিরাপত্তায় এবার পুলিশের দ্বারস্থ হলেন বাগান মালিক ৷

Cops Protect Miyazaki Mango
Cops Protect Miyazaki Mango

By

Published : Jun 7, 2023, 8:57 PM IST

তিন লাখি জাপানি মিয়াজাকি আমের নিরাপত্তায় পুলিশের দ্বারস্থ বাগান মালিক

রাজনগর (বীরভূম), 7 জুন: বিশ্বের দামি জাপানি আম 'মিয়াজাকি'র বাগান বীরভূমের রাজনগরে । প্রতি কেজি আমের দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷ বাগানের 4টি গাছে প্রায় 200টি আম ধরেছে ৷ ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে এই আম কেনার বায়নাও এসেছে ৷ তবে মহামূল্য এই আমের নিরাপত্তা নিয়ে চিন্তায় বাগান মালিক মান্নান খান ৷ সে জন্য তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷

জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয় ৷ এই শহরে একটি বিশেষ আমের ফলন হয় ৷ যা অনেকটা আপেলের মতো দেখতে ৷ এই এক-একটি আম 300 থেকে 350 গ্রাম ওজনের ৷ শহরের নামানুসারে এই আমের নাম 'মিয়াজাকি'। মসৃণ ত্বক ও লাল রঙের সৌন্দর্যের জন্য সূর্যোদয়ের দেশে এই আমের অপর নাম 'সূর্যের ডিম'।

আমের আঁটি ছোট হয়, শাঁস বেশি । সব জলবায়ুতে এই আমের ফলন হয় না ৷ দুষ্প্রাপ্য বলে প্রতি কেজি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা ৷ শর্করার পরিমাণ কম থাকায় এই আম ডায়াবিটিসের রোগীরাও খেতে পারেন । জাপান ছাড়াও বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপিন্সের কিছু জায়গায় গুটিকতক এই আমের গাছ দেখা যায় ৷ বিশ্বে দামি আমগুলির মধ্যে অন্যতম মিয়াজাকি আম ৷

বীরভূমের রাজনগর থানার কানমোড়া গ্রামের বাসিন্দা মান্নান খান ৷ পেশায় কৃষক । বেশ কয়েক বছর ধরে ধান চাষে লাভ তেমন হচ্ছে না ৷ তাই এক বন্ধুর পরামর্শে বছর দুই আগে জাপানি মিয়াজাকি আম চাষের সিদ্ধান্ত নেন তিনি ৷ বাংলাদেশ থেকে 10টি মিয়াজাকি আমের চারা সংগ্রহ করেন ৷ তাঁর কাছ থেকে জানা গিয়েছে, একটি চারা 10 হাজার টাকার বিনিময়ে কিনে এনেছেন ৷ তার মধ্যে 4টি গাছ ভালো ভাবে বড় হয়েছে ৷

আরও পড়ুন:জাপানি মিয়াজাকি আমের নিলাম বীরভূমের মসজিদে, প্রতি কেজি আড়াই থেকে 3 লক্ষ টাকা

এ বছর ফলনও হয়েছে ৷ কমপক্ষে 200টি আম ধরেছে তাঁর বাগানে ৷ যার ওজন 25 থেকে 30 কেজি । ইতিমধ্যে এই আমের বায়না এসেছে অসম, পঞ্জাব, উত্তরপ্রদেশের লখনউ থেকে ৷ হিসাব অনুযায়ী এই বাগানে 75 থেকে 80 লক্ষ টাকার আম রয়েছে । তাই আমের নিরাপত্তার জন্য স্থানীয় রাজনগর থানার দ্বারস্থ হয়েছেন বাগান মালিক ।

মান্নান খান বলেন, "জাপানি মিয়াজাকি আমের গাছ লাগিয়েছি । প্রায় 200টি আম ধরেছে । 4 জনকে রেখেছি নিরাপত্তার জন্য ৷ তাও এত দামি আম তো, সেই জন্য পুলিশ প্রশাসনকেও জানালাম ৷ যাতে কেউ পেরে নিয়ে না চলে যায় ৷"

ABOUT THE AUTHOR

...view details