বোলপুর, 18 জুন:রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গোঁজ প্রার্থী যে শাসকদলের কাছে অন্যতম মাথাব্যথার কারণ, তা শনিবারই স্পষ্ট জানিয়ে দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব ৷ নির্দল প্রার্থীদের সতর্কও করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষরা ৷ আর রবিবার সাংবাদিক বৈঠক করে প্রকারান্তরে নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেন বীরভুমে তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী।
এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "নির্দল প্রার্থীদের বলছি, বিবেচনা করুন ৷ পরবর্তীকালে দলে ফেরার দরজা বন্ধ ৷" অর্থাৎ, বিক্ষুব্ধ প্রার্থীরা যে দলের মাথা ব্যাথার কারণ, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল তৃণমূলের জেলা নেতৃত্বের কথা থেকেও ৷ গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর তাই এবার জেলার 167 টি গ্রাম পঞ্চায়েতের 60 শতাংশ আসন, 19টি পঞ্চায়েত সমিতির 75 শতাংশ আসনে ও জেলা পরিষদের 52টি আসনেই প্রার্থী দিয়েছে বিরোধীরা ৷ অভিযোগ, ইতিমধ্যেই বাড়িতে গিয়ে হুমকি দিয়ে অধিকাংশ বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করানো হয়েছে। ফলে নানুর, বোলপুর, ইলামবাজার, লাভপুর, মুরারই, খয়রাশোল, সিউড়ির মতো জায়গায় একাধিক গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে।