পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের তালিকা তৈরির নির্দেশ নবান্নের - coronavirus treatment

লকডাউন চলছে দেশজুড়ে । সমস্ত রকমের যান চলাচল সহ উড়ান পরিষেবা বন্ধ । তাই স্বাভাবিকভাবেই আটকে পড়েছেন বহু মানুষ । এমন মানুষ সংখ্যায় কত? প্রত্যেক জেলাশাসককে এমনই তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন ।

image
জেলাশাসক

By

Published : Mar 29, 2020, 11:00 PM IST

বীরভূম, 29 মার্চ: কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন এই রাজ্যের বহু শ্রমিক ৷ এবার সেই সব শ্রমিকদের তালিকা তৈরির নির্দেশ দিল নবান্ন ৷ সেই নির্দেশ মতো, রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের তথ্য তৈরির কাজ শুরু করল বীরভূম জেলা প্রশাসন ৷

বীরভূম জেলার বোলপুর, নানুর, মহম্মদবাজার, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট প্রভৃতি জায়গা থেকে বহু শ্রমিক তেলাঙ্গানা, কর্নাটক, কেরালা সহ বিভিন্ন রাজ্যে কাজ করছেন । এছাড়া চিকিৎসার জন্যও ভিন রাজ্যে গেছে অনেকে ৷

কোরোনা ভাইরাসের সংক্রমণে লকডাউন চলছে দেশজুড়ে । সমস্ত রকমের যান চলাচল সহ উড়ান পরিষেবা বন্ধ । তাই স্বাভাবিকভাবেই আটকে পড়েছেন বহু মানুষ । এমন মানুষ সংখ্যায় কত? প্রত্যেক জেলাশাসককে এমনই তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন । তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ অন্যান্য তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে । দ্রুত এই তথ্যগুলি নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

সেইমতো বীরভূম জেলাজুড়ে কাজ শুরু হয়ে গিয়েছে । জেলার প্রতিটি ব্লক আধিকারিক, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সচিবদের সংশ্লিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন বীরভূম জেলাশাসক ।

জানা গেছে যাঁরা যে রাজ্যে আছেন, নবান্নের তরফে সেই রাজ্যর সরকারের সঙ্গে কথা বলা হবে । যাতে তাঁরা সুস্থ ও সুরক্ষিত থাকতে পারেন, সেই ব্যবস্থা করার অনুরোধ করা হবে সংশ্লিষ্ট সরকারকে ।

ABOUT THE AUTHOR

...view details