রামপুরহাট, 26 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকত ও তাঁর ছেলে ৷ তাঁদের রামপুরহাট কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
কোরোনায় আক্রান্ত বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ - Birbhum covid 19
বীরভূম জেলায় আরও 14 জন কোরোনায় আক্রান্ত হল । কোরোনায় আক্রান্ত হয়েছেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকত ও তাঁর ছেলে ৷
জেলাজুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ গতকাল আরও 14 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিশ পাওয়া গেছে বলে জানিয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ আক্রান্তদের মধ্যে রামপুরহাট পৌরসভার ছ'জন, মুরারই থানা রাজগ্রাম এলাকার ছ'জন, নলহাটি ব্লকের দু'জন রয়েছে ৷
এদিকে রামপুরহাটে মৃত কোরোনা রোগীর পরিবারের চারজনও আক্রান্ত হয়েছে ৷ 22 জুলাই কোরোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে ৷ এরপরই তাঁর পরিবারের সাত সদস্যের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় ৷ যার মধ্যে চারজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷