সিউড়ি, 2 জানুয়ারি : করোনার প্রকোপ থেকে রক্ষা পেলেন না বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ৷ কোভিডে আক্রান্ত হয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আরি ৷ সিউড়ির বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷ গত বছরের ডিসেম্বরের প্রথম দিক থেকেই বীরভূম জেলায় করোনা দাপট লক্ষ্য করা গিয়েছে ৷ একের পর এক স্কুল কলেজ পড়ুয়ারা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ নতুন বছরের দ্বিতীয় দিনেই করোনা আক্রান্ত হলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷
রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ বড়দিন, বর্ষবরণের আনন্দের ঠেলায় রাজ্যে দৈনিক আক্রান্ত 6 হাজার পার করে গিয়েছে ৷ আজই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুরুলিয়ার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সত্যনারায়ণ চৌধুরীর (60)। এর আগে কোভিডের দুই ঢেউয়ে দেড়শোরও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বাংলায় । দেশে করোনার তৃতীয় ঢেউয়ের শুরুতেই এই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু হল রাজ্যে ৷ একইদিনে বীরভূমের সিএমওএইচের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে ৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলার স্বাস্থ্যকর্মীরা ৷