বোলপুর, 4 মার্চ : "অনুব্রত মণ্ডল কখনও খোঁজ নিলেন না, ডাকলেন না ।" এদিন নতুন গানের চুক্তিতে সই করে আক্ষেপ করলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar wants to meet Anubrata Mandal) ৷ ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থার সঙ্গে পরবর্তী গানের চুক্তিতে সাক্ষর করেছেন তিনি ৷ এছাড়াও এবার ভুবন বাদ্যকর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPRs)-এর সদস্য হলেন ৷ এবার সারা জীবন রয়্যালটি পাবেন শিল্পী ৷ শুধু তাই নয়, ডাক এসেছে মুম্বই থেকেও ৷
গান গেয়ে বাদাম বিক্রি করতেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর । সেই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । দেশ ছাড়িয়ে বিদেশি তারকাদের মধ্যেও সেই গান নিয়ে উন্মাদনা দেখা যায় ৷ এক মাসের মধ্যে ভুবনের নতুন গান আসতে চলেছে ৷ এদিন বোলপুরে এসে গোধূলিবেলা মিউজিক সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষর করলেন তিনি ৷
ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানান, দু'দিন আগে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হয় । তখন তিনি একটি গান তৈরি করেন- 'নতুন গাড়ির ড্রাইভার হতে শখ যে করি ৷' গানটি গেয়েও শোনালেন ৷ তবে এটি তাঁর নতুন গান নয় ৷ নতুন গানে চমক থাকবে ও জনপ্রিয় হবে বলে আশাবাদী ভুবন ৷ গোধূলিবেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষও আশায় রয়েছেন ।