পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IRCTC Tourist Train: কলকাতা থেকে চালু হচ্ছে 'ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন', টিকিটে থাকছে ইএমআই সুবিধা - EMI facility starting on IRCTC Tourist Train

একবারে না-দিতে পারলে এবার ইএমআই'য়ের মাধ্যমে দেওয়া যাবে টিকিটের টাকা ৷ আইআরসিটিসির ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে থাকে ইএমআই ব্যবস্থা (EMI Facility available in Bharat Gaurav Special Tourist Train) ৷ আগামী 20মে যা চালু হচ্ছে কলকাতা থেকে ৷

Etv Bharat
আইআরসিটিসি ট্যুরিস্ট স্পেশাল ট্রেন

By

Published : Mar 29, 2023, 5:02 PM IST

ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনের প্যাকেজের বিষয়ে আইআরসিটিসির কলকাতা জোনের সুপার ভাইজারের বক্তব্য

বোলপুর, 29 মার্চ: পাঁচ তীর্থক্ষেত্র ভ্রমণের জন্য 'ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন' চালু করল ভারতীয় রেল ৷ ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে টিকিটের ক্ষেত্রে থাকছে ইএমআই ব্যবস্থা (EMI Facility available in Bharat Gaurav Special Tourist Train) ৷ 20 মে কলকাতা থেকে ট্রেনের যাত্রা শুরু হবে । পাঁচ জ্যোতির্লিঙ্গ-সহ স্ট্যাচু অফ ইউনিটি ও শনি মন্দির ঘোরানো হবে পর্যটকদের। 11 রাত 12 দিন ধরে চলবে এই বিশেষ এই ট্রেনটি। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।

20 মে কলকাতা থেকে ছাড়ছে 'ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন'। এই বিশেষ ট্রেনটি পাঁচটি জ্যোতির্লিঙ্গ তথা ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, সিরডি সাইবাবা, শনি শিংনাপুর-সহ স্ট্যাচু অফ ইউনিটি দেখাবে পর্যটকদের ৷ কলকাতা ছাড়া ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, বোলপুর-শান্তিনিকেতন, রামপুরহাট জংশন, পাকুড়, সাহেবগঞ্জ, ভাগলপুর, মুজাফফরপুর, পাটুলিপুত্র প্রভৃতি স্টেশনে দাঁড়াবে ট্রেন । এই স্টেশনগুলি থেকে বুকিংও করা যাবে ৷

পর্যটকদের জন্য তিনটি বিশেষ প্যাকেজও রাখা হয়েছে। বাতানুকূল-সহ মোট 656টি আসন থাকছে তাতে । সুবিধাযুক্ত আসন অনুযায়ী মাথাপিছু খরচ 20 হাজার 60 টাকা, 31 হাজার 800 টাকা ও 41 হাজার 600 টাকা। রেল পর্যটনের প্রচারের জন্য 33 শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে এই প্যাকেজে । উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম পর্যটনের জন্য ইএমআই সুবিধা প্রদান করা হচ্ছে । অর্থাৎ, 3 থেকে 18 মাসের ইএমআই সুবিধায় ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা ৷ যে কেউ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইট www.irctctourism.com-এ গিয়ে বুকিং করতে পারবেন। বুধবার বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে সাংবাদিক বৈঠক করেন আইআরসিটিসির কলকাতা জোনাল অফিসের সিনিয়র সুপারভাইজার কিঙ্কর রায়চৌধুরী।

তিনি বলেন, "ভ্রমণ পিপাসুদের জন্য এই বিশেষ ট্রেন চালু করা হচ্ছে ৷ এর আগেও আমরা এই ধরনের বিশেষ ট্রেন ছেড়ে সাফল্য পেয়েছি । মাথাপিছু ধার্য টাকার বাইরে কোনও টাকা লাগবে না ৷ এছাড়া, পর্যটকদের সুবিধার জন্য এই প্রথম ইএমআই ব্যবস্থা চালু করা হয়েছে । জিনিসপত্র যেমন ইএমআই-এর মাধ্যমে কেনা হয় তেমনই ভ্রমণের জন্য এই পদ্ধতিতে টাকা দিতে পারবেন পর্যটকেরা ।"

আরও পড়ুন :নামমাত্র খরচে দক্ষিণ ভারত ভ্রমণ ! সৌজন্যে আইআরসিটিসি

ABOUT THE AUTHOR

...view details