পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বগটুইকাণ্ডে ভাদু শেখ খুনের অন্যতম অভিযুক্তের মৃত্যু! - ক্যানসারে আক্রান্ত

Bhadu Sheikh Murder Accused Dies: রামপুরহাটে বাড়িতে ক্যানসারে আক্রান্ত হয়ে ভাদু শেখ খুনের অন্যতম অভিযুক্ত ছোট লালনের মৃত্যু ৷ খবর পরিবার সূত্রে।

Bhadu Sheikh Murder Accused Dies
ভাদু শেখ খুনের অন্যতম অভিযুক্তের মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 4:22 PM IST

রামপুরহাট, 2 জানুয়ারি: দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ সোমবার রাতে রামপুরহাটে মৃত্যু হল ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত কামরুল শেখ ওরফে ছোট লালনের । জেল হেফাজতে থাকাকালীন তাঁর মুখে ক্যানসার ধরা পড়ে । সেই রোগের চিকিৎসা করানোর জন্য মাস দুয়েক আগে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয় । আজ সকালে তাঁর পরিবার সূত্রে মৃত্যুর খবর জানা গিয়েছে ।

গত 2022 সালের 21 মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে ও গুলি করে খুন করা হয় । ভাদু শেখের খুনের বদলা নিতে বগটুই গ্রামে মহিলা শিশু-সহ 10 জনকে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু শেখ খুন ও বগটুই গণহত্যার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । তদন্তে নেমে ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করে কামরুল সেখ ওরফে ছোট লালনকে । সেই সময় থেকে ছোট লালন জেল হেফাজতে ছিলেন ।

2023 সালের 21 জুন সিবিআই দুটি ঘটনার চার্জশিট জমা দেয় । ভাদু শেখ খুনের মামলায় চার্জশিটে নাম ছিল ছোট লালন ওরফে কামারুল শেখের । জেল হেফাজতে থাকাকালীন মুখে ক্যান্সার ধরা পড়ায় সেই রোগের চিকিৎসা করানোর জন্য মাস দুয়েক আগে ছোট লালনকে জামিনে মুক্তি দেওয়া হয় । তারপর কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসায় সুস্থ না হওয়ায় তিন-চারদিন আগে তাঁকে রামপুরহাটের বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন । মঙ্গলবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে । উল্লেখ্য, ভাদু শেখ খুনের মামলার পাশাপাশি তাঁর দাদা বাবর শেখ খুনেও অভিযুক্ত ছিলেন এই কামরুল সেখ ওরফে ছোট লালন ।

আরও পড়ুন:

  1. বগটুইয়ে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার
  2. ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের মা বগটুই সংসদে বিজেপির প্রার্থী
  3. বগটুইয়ে ভাদু শেখ খুন ও গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details