বোলপুর, 29 মার্চ : বিশ্বভারতীর উপাচার্য অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ ৷ এমনই অভিযোগ তুললেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । এদিন, বিজেপির আইটি সেলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় । তাতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তৃণমূলের ঘনিষ্ঠ বলে দাবি করা হয় ৷ প্রসঙ্গত, এতদিন তিনি এলাকায় "বিজেপির লোক" হিসাবে পরিচিত ছিলেন ।
ফের রাজনীতির ইশু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও তার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ একাধিকবার অভিযোগ করে এসেছেন, বিশ্বভারতীর উপাচার্য বিজেপির লোক । তিনি ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্তোৎসব বন্ধ করে দিতে চাইছেন ৷" এমনকি, বোলপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলে গিয়েছেন, " বিজেপির মার্কামারা উপাচার্য ৷"
আরও পড়ুন,নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার