পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর উপাচার্য অনুব্রতর ঘনিষ্ঠ, বিস্ফোরক বিজেপি প্রার্থী - Bidyut Chakrabarty is close to Anubrata Mondal

গত কয়েকদিন ধরে তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । এদিনও, তৃণমূলের তরফে মাইকে করে শহরজুড়ে প্রচার করা হয় উপাচার্য ও বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠতার কথা । এই প্রসঙ্গে গতকালই বিজেপির বীরভূম জেলা আইটি সেলের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় । তাতে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ৷

বিশ্বভারতীর উপাচার্য অনুব্রতর ঘনিষ্ঠ, বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের
বিশ্বভারতীর উপাচার্য অনুব্রতর ঘনিষ্ঠ, বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

By

Published : Mar 29, 2021, 9:40 AM IST

Updated : Mar 29, 2021, 10:24 AM IST

বোলপুর, 29 মার্চ : বিশ্বভারতীর উপাচার্য অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ ৷ এমনই অভিযোগ তুললেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । এদিন, বিজেপির আইটি সেলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় । তাতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তৃণমূলের ঘনিষ্ঠ বলে দাবি করা হয় ৷ প্রসঙ্গত, এতদিন তিনি এলাকায় "বিজেপির লোক" হিসাবে পরিচিত ছিলেন ।

ফের রাজনীতির ইশু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও তার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ একাধিকবার অভিযোগ করে এসেছেন, বিশ্বভারতীর উপাচার্য বিজেপির লোক । তিনি ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্তোৎসব বন্ধ করে দিতে চাইছেন ৷" এমনকি, বোলপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলে গিয়েছেন, " বিজেপির মার্কামারা উপাচার্য ৷"

আরও পড়ুন,নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার

গত কয়েকদিন ধরে তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । এদিনও, তৃণমূলের তরফে মাইকে করে শহরজুড়ে প্রচার করা হয় উপাচার্য ও বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠতার কথা । বিশ্বভারতীর উপাচার্যের একাধিক সিদ্ধান্ত যে বিজেপি প্রার্থীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কার্যত এই কারণেই বিজেপির বীরভূম জেলা আইটি সেলের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় । তাতে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, "তৃণমূলের কাছে কোনও ইশু নেই ৷ তাই উপাচার্য আমার ঘনিষ্ঠ বলছে । আসলে বিশ্বভারতীর উপাচার্য তৃণমূলের ঘনিষ্ঠ । অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ ৷ তাঁদের বাড়ি গিয়েছেন । একাধিকবার বিভিন্ন মঞ্চে থেকেছেন ।"

তিনি আরও বলেন, "বিশ্বভারতীর উপাচার্য বিজেপি, বাম মনোভাবাপন্ন অধ্যাপক, কর্মীদের সাসপেন্ড করেছে । কিন্তু, কখনও তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি । এর থেকেই বোঝা যায় পুরো পরিকল্পনামাফিক ।"

Last Updated : Mar 29, 2021, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details