মুরারাই, 17 এপ্রিল : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বীরভূমের মুরারাই-এর বিধায়ক আব্দুর রহমানের । আসন্ন বিধানসভায় আব্দুর রহমানকে মুরারাই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের প্রচার শুরুও করেছিলেন তিনি, তারপরই করোনায় আক্রান্ত হয়ে পড়েন । ফুসফুস জনিত রোগের সমস্যা দেখা দেয় তাঁর শরীরে ।
তড়িঘড়ি মুরারাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে । তাঁর জায়গায় শিশুরোগ বিশেষজ্ঞ মোশারফ হোসেনকে প্রার্থী করে তৃণমূল । আজ, শনিবার সকাল 9 টা10 মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । খবর আসতেই মুরারই বিধানসভা এলাকায় ছড়িয়ে যায় শোকের ছায়া । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর ।