পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 4, 2021, 10:53 AM IST

ETV Bharat / state

মুরারই বিধানসভার প্রার্থী বদল তৃণমূলের

মুরারইতে প্রার্থী বদলের কারণ হিসেবে আগেই আবদুর রহমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আর তৃণমূলের তরফ থেকে প্রার্থী বদলের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতেও সেই একই কারণ উল্লেখ করা হয়েছে । জানানো হয়েছে, 26 মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে আবদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন । তাই সেখানে প্রার্থী বদল করে মোশারফ হোসেনকে প্রার্থী করা হচ্ছে ৷

মুরারই বিধানসভার প্রার্থী বদল করল তৃণমূল
মুরারই বিধানসভার প্রার্থী বদল করল তৃণমূল

মুরারই, 4 এপ্রিল : তৃতীয় দফা ভোটের আগে মুরারই বিধানসভার প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস ৷ আবদুর রহমানের জায়গায় নতুন প্রার্থী করা হল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোতাহার হোসেনের ছেলে মোশারফ হোসেনকে । পেশায় তিনি একজন শিশু চিকিৎসক । অন্যদিকে, পূর্ব ঘোষিত প্রার্থী আব্দুর রহমান এলাকার বিধায়ক । তিনি করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রার্থী বদল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে তৃণমূল ৷

মুরারইতে প্রার্থী বদলের কারণ হিসেবে আগেই আবদুর রহমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আর তৃণমূলের তরফ থেকে প্রার্থী বদলের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতেও সেই একই কারণ উল্লেখ করা হয়েছে । জানানো হয়েছে, 26 মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে আবদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন । তাই সেখানে প্রার্থী বদল করে মোশারফ হোসেনকে প্রার্থী করা হচ্ছে ৷

আরও পড়ুন,ফের একাধিক পুলিশ অধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে মোশারফ হোসেনকে প্রার্থী হওয়ার আবেদন করেন । আর সেই আবেদন ফেলতে পারেননি বলে জানিয়েছেন মোশারফ হোসেন । এরপরেই গতকাল তাঁকে মুরারই বিধানসভার প্রার্থী ঘোষণা করে তৃণমূল ।

ABOUT THE AUTHOR

...view details