ইলামবাজার , 17 এপ্রিল :করোনায় আক্রান্ত হয়ে তৃণমূল বিধায়কের মৃত্যুতে মঞ্চ থেকে শোক জ্ঞাপন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । শনিবার বীরভূমের ইলামবাজারে বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তিনি।
প্রসঙ্গত , দীর্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয় মুরারইয়ের তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের । এদিন ইলামবাজারের জনসভায় বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী দলীয় কর্মী-সমর্থকদের করোনা বিধি মানার প্রসঙ্গে সতর্ক করে দেন ।