লাভপুর, 8 এপ্রিল : লাভপুর বিজেপি প্রার্থী প্রচারে যাওয়ার আগে ঝুলিয়ে রাখা হল জুতো-ঝাঁটা । তৃণমূল এই কাজ করেছে বলে অভিযোগ লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহার ।
আজ লাভপুর বিধানসভার সোমডাঙার দাসপাড়ায় প্রচারের কর্মসূচি ছিল বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সাহার । পাড়ার রাস্তায় রাস্তায় জুতো ও ঝাঁটা ঝুলিয়ে রাখা হয়েছিল মালা বানিয়ে । এমনকি, প্রচারে যেতেই বিজেপি প্রার্থী ও কর্মীদের জুতো-ঝাঁটা দেখানো হয় । যদিও, তারমধ্যেই প্রচার করেন বিজেপি প্রার্থী ।
বিশ্বজিৎ সাহার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল এই কাজ করেছে । তিনি বলেন, "জুতো মাথায় নিয়েই প্রচার করব । মানুষকে ওরা ভুল বুঝিয়ে রেখেছে । সঠিকটা মানুষের সামনে তুলে ধরব ।" যদিও, তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।