শান্তিনিকেতন, 20 মার্চ: দৃশ্য দূষণ রুখতে গ্রামে রাজনৈতিক দেওয়াল লিখন, ব্যানার-পোস্টারে নিষেধাজ্ঞা জারি করলেন গ্রামবাসীরা । বনেরপুকুরডাঙা আদিবাসী গ্রামের বাসিন্দারা গ্রামের বাইরে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছেন । গ্রামবাসীদের দাবি, যে কোনও রাজনৈতিক দল গ্রামে প্রচার করতেই পারেন। কিন্তু, কোনও দেওয়াল লিখন করা যাবে না গ্রামজুড়ে।
শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বনেরপুকুরডাঙা আদিবাসী গ্রাম । এই গ্রামে বহু চলচ্চিত্রের শ্যুটিং করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ বহু কিংবদন্তি মানুষজন । এখনও প্রতিনিয়ত এই গ্রামে বহু জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিং হয়ে থাকে ।
আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দেওয়াল লিখনের বেড়াজাল থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলেন এই গ্রামের আদিবাসী মানুষজন । দৃশ্য দূষণ রুখে গ্রামের প্রাকৃতিক শৈলী বজায় রাখতে যে কোনও রাজনৈতিক দলের দেওয়াল লিখন, ব্যানার-পোস্টারে নিষেধাজ্ঞা জারি করলেন গ্রামবাসীরা । গ্রামে ঢোকার মুখেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গ্রামবাসীর তরফে ।
দৃশ্য দূষণ রুখতে দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা শান্তিনিকেতনের গ্রামে আরও পড়ুন:বঙ্গে প্রথম দফার 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি
জনৈক গ্রামবাসী রাম সরেন বলেন, "যে কোনও রাজনৈতিক দলের লোকজন আমাদের গ্রামে বাড়ি বাড়ি এসে প্রচার করতে পারেন । কিন্তু, কোনও দেওয়াল লিখন করা যাবে না। আমাদের গ্রামের মানুষজন তাঁদের নিজেদের বাড়িঘর নিজের হাতে মাটি দিয়ে লেপন করে তৈরি করেন । সেগুলি নষ্ট করতে আমরা দেব না ।"