পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টিকিট দেয়নি বিজেপি, লাভপুরে নির্দল প্রার্থী মণিরুল ইসলাম - লাভপুর বিধানসভাকেন্দ্র

বিজেপি তাঁকে আশাহত করেছে ৷ পাননি লাভপুরের টিকিট ৷ তাই সেই কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে লড়াই চালাবেন মণিরুল ইসলাম ৷ বিশেষ সূত্রে এই খবর মিলেছে ৷

bengal election 2021: monirul islam independent candidate of labpur
লাভপুর থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে মনিরুল ইসলাম

By

Published : Apr 2, 2021, 5:20 PM IST

লাভপুর, 2 এপ্রিল:বীরভূমের লাভপুর বিধানসভাকেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন মণিরুল ইসলাম । শনিবার বোলপুর মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেবেন তিনি । এমনটাই জানা গিয়েছে । প্রসঙ্গত, বিজেপির টিকিটে এ বার লাভপুর থেকে প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর । কিন্তু, বিজেপির তরফে টিকিট দেওয়া হয় বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে ।

ফরওয়ার্ড ব্লক থেকে রাজ্যে পালাবদলের আগে আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন লাভপুরের মণিরুল ইসলাম । তারপরেই তৃণমূলের টিকিটে লাভপুর থেকে জয়ী হন তিনি । 2016 সালে তৃণমূলের টিকিটে লাভপুর বিধানসভা থেকে ফের জয়ী হন মণিরুল । তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন । একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসে তাঁর নাম ।

2018 সাল থেকে তাঁর দূরত্ব বাড়তে থাকে অনুব্রত মণ্ডলের সঙ্গে । 2019 লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন মণিরুল । এরপরেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলার নতুন করে তদন্ত শুরু করে পুলিশ ।

অন্যদিকে, মণিরুল ইসলামকে বিজেপিতে নেওয়ায় দলের অন্দরে ক্ষোভের সঞ্চার হয় । দীর্ঘকাল পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বোলপুরে যান মণিরুল । লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তার দাঁড়ানোর কথা ছিল । কিন্তু, বিজেপি কার্যালয়ে দেখা গিয়েছিল "খুনি মণিরুল ইসলাম দূর হটো" লেখা পোস্টার ।

আরও পড়ুন :মোদির কথায় কেন আরেকটা আসনে লড়ব, প্রশ্ন তুললেন মমতা

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সময় দেখা যায়, লাভপুর বিধানসভা থেকে টিকিট পান বিশ্বজিৎ মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তি । জানা গিয়েছে, নির্দল প্রার্থী হিসেবে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন মণিরুল ইসলাম । ইতিমধ্যেই বোলপুর মহকুমাশাসকের দফতর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি । শনিবার মনোনয়নপত্র জমা দেবেন । লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ । যিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । অন্যদিকে, বিজেপি ও সিপিএম প্রার্থীরা রয়েছেন । এ বার সেই লড়াইয়ে থাকছেন মণিরুল ইসলামও ।

যদিও, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি মণিরুল ।

ABOUT THE AUTHOR

...view details