বোলপুর, 24 এপ্রিল : রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূলের বিরুদ্ধে কমিশন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনলেন তিনি ৷ এ নিয়ে জেলার ডিএম ও এসপিদের সঙ্গে পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্য নির্বাচন আধিকারিকের হোয়াটঅ্যাপ চ্যাটের তথ্য তুলে ধরলেন মমতা ৷ অভিযোগ করলেন সেই চ্যাটে পরিকল্পিতভাবে তৃণমূলের বুথ কর্মীদের গ্রেফতার এবং আটক করার নির্দেশ দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷ এ নিয়ে ভোটের পর সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, আজ বোলপুরে নির্বাচনী প্রচারে ভার্চুয়াল কর্মিসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যে জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে তাবেদারি করার অভিয়োগ করলেন তিনি ৷ যেখানে রাজ্যের ডিএম ও এসপিরাও সামিল রয়েছেন বলে অভিযোগ তাঁর ৷ এদিনের কর্মিসভায় একাধিক কাগজ সঙ্গে নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেগুলি নির্বাচন কমিশন এবং জেলার ডিএম ও এসপিদের হোয়াটস অ্যাপ গ্রুপ চ্য়াটের তথ্য বলে দাবি করেন তিনি ৷ যেগুলিকে হাতিয়ার করে তিনি অভিযোগ এনেছেন, নির্বাচন কিমশন নিয়োজিত পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক সুদীপ জৈন বিজেপির হয়ে তৃণমূলকে ঠেকানোর পরিকল্পনা করছেন ৷
এই অভিযোগে মমতা বলেন, হোয়াটস অ্য়াপ গ্রুপে জেলার ডিএম ও এসপিদের বলা হয়েছে, তাঁদের পরিকল্পনা অনুযায়ী তৃণমূলের কতজন গুন্ডাকে গ্রেফতার করা হয়েছে ? আর গ্রেফতার করা না হলে, দ্রুত তা করতে নির্দেশ দেওয়া হচ্ছে ৷ এখানেই মমতার প্রশ্ন, ‘পরিকল্পনা অনুযায়ী’ মানে কী বোঝাতে চাইছেন পুলিশ পর্যবেক্ষক ? পুরো বিষয়টি নিয়ে নির্বাচনের পর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷ নিরপেক্ষ নির্বাচন যাতে সংগঠিত হয়, সেই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করবেন তিনি ৷