পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে কমিশনকে তোপ মমতার - পুলিশ পর্যবেক্ষক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে তাবেদারি করার অভিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের কর্মীসভায় একাধিক কাগজ সঙ্গে নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেগুলি নির্বাচন কমিশন এবং জেলার ডিএম ও এসপিদের হোয়াটস অ্যাপ গ্রুপ চ্য়াটের তথ্য বলে দাবি করলেন তিনি ৷

bengal-election-2021-mamata-banerjee-attack-election-commission-on-conspiracy-against-tmc-in-birbhum
হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে কমিশনকে তোপ মমতার

By

Published : Apr 24, 2021, 2:53 PM IST

বোলপুর, 24 এপ্রিল : রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূলের বিরুদ্ধে কমিশন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনলেন তিনি ৷ এ নিয়ে জেলার ডিএম ও এসপিদের সঙ্গে পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্য নির্বাচন আধিকারিকের হোয়াটঅ্যাপ চ্যাটের তথ্য তুলে ধরলেন মমতা ৷ অভিযোগ করলেন সেই চ্যাটে পরিকল্পিতভাবে তৃণমূলের বুথ কর্মীদের গ্রেফতার এবং আটক করার নির্দেশ দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷ এ নিয়ে ভোটের পর সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, আজ বোলপুরে নির্বাচনী প্রচারে ভার্চুয়াল কর্মিসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যে জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে তাবেদারি করার অভিয়োগ করলেন তিনি ৷ যেখানে রাজ্যের ডিএম ও এসপিরাও সামিল রয়েছেন বলে অভিযোগ তাঁর ৷ এদিনের কর্মিসভায় একাধিক কাগজ সঙ্গে নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেগুলি নির্বাচন কমিশন এবং জেলার ডিএম ও এসপিদের হোয়াটস অ্যাপ গ্রুপ চ্য়াটের তথ্য বলে দাবি করেন তিনি ৷ যেগুলিকে হাতিয়ার করে তিনি অভিযোগ এনেছেন, নির্বাচন কিমশন নিয়োজিত পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক সুদীপ জৈন বিজেপির হয়ে তৃণমূলকে ঠেকানোর পরিকল্পনা করছেন ৷

এই অভিযোগে মমতা বলেন, হোয়াটস অ্য়াপ গ্রুপে জেলার ডিএম ও এসপিদের বলা হয়েছে, তাঁদের পরিকল্পনা অনুযায়ী তৃণমূলের কতজন গুন্ডাকে গ্রেফতার করা হয়েছে ? আর গ্রেফতার করা না হলে, দ্রুত তা করতে নির্দেশ দেওয়া হচ্ছে ৷ এখানেই মমতার প্রশ্ন, ‘পরিকল্পনা অনুযায়ী’ মানে কী বোঝাতে চাইছেন পুলিশ পর্যবেক্ষক ? পুরো বিষয়টি নিয়ে নির্বাচনের পর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷ নিরপেক্ষ নির্বাচন যাতে সংগঠিত হয়, সেই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করবেন তিনি ৷

পাশাপাশি ভোটের আগে দিন বা ভোটের দিন বেআইনিভাবে তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করলে, পরিবারের সদস্যদের থানা ঘেরাও করার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী ৷ সেই সঙ্গে কেন গ্রেফতার করা হয়েছে ? পুলিশ অফিসারদের কাছে তার ব্যাখ্যা চাইতে বলেন মমতা ৷ উত্তর না পেলে পরিবারের সদস্যরা যেন আদালতে যান ৷

আরও পড়ুন : ডাক পাননি প্রধানমন্ত্রীর করোনা-বৈঠকে, ক্ষোভ মমতার

তবে, প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে কমিশনের আধিকারিকদের হোয়াটস অ্যাপ চ্যাট কোথা থেকে এল ? যে প্রশ্নের উত্তর অবশ্য তিনি নিজেই দিয়েছেন ৷ দাবি করেছেন, বিজেপির ভিতর থেকে কেউ তাঁকে এই সব তথ্য সরবরাহ করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পুলিশ বা জেলা শাসকরা তাঁর অধীনে নেই ৷ কিন্তু, বিজেপির ভিতরে কেউ কেউ রয়েছেন, যাঁরা তাঁকে এই তথ্য জানিয়েছে ৷ এখানেই তাঁর আরও একটি প্রশ্ন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ হলে, এই চ্য়াট বিজেপির কাছে কীভাবে গেল ? তিনি বলেন, এর থেকেই প্রমাণিত নির্বাচন কমিশন বিজেপির কথাতে রাজ্যে ভোট পরিচালনা করাচ্ছে ৷

তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনের বিরুদ্ধে এই অভিযোগের ফল কী হয় ? সেটাই এখন দেখার ৷ এর জল যে বহুদূর গড়াবে তা বলাই বাহুল্য ৷

ABOUT THE AUTHOR

...view details