কলকাতা, 23 এপ্রিল : বীরভূমের বিধানসভা আসনগুলিতে নির্বাচন আগামী 29 এপ্রিল ৷ তার আগে কেন্দ্রীয় সরকার ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানউতোর আরও একবার শুরু হওয়ার মুখে ৷ কারণ, তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছে আয়কর দফতর ৷ অন্তত সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷
তবে এই বিষয় নিয়ে আয়কর দফতর বা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার জন্য অনুব্রত মণ্ডল ও তাঁর চার আত্মীয়কে নোটিস দেওয়া হয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে ৷