তারাপীঠ, 29 এপ্রিল: আজ শেষদফা নির্বাচনে বীরভূমে ভোটগ্রহণ ৷ শেষদফা ভোটে এর জন্য বীরভূমে কপ্টারে করে আসেন সিআরপিএফ-এর আইজি এসকে মোহান্তি ৷ এদিন হেলিকপ্টারে নেমে সোজা তিনি তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে যান ৷ সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন । পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান, প্রথমবার তিনি তারাপীঠে এলেন ৷ অনেকদিন শুনলেও আগে আসার সুযোগ হয়নি ৷ পর্যবেক্ষণে এসে সেখানে ঘুরে গেলেন তিনি ৷
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বীরভূমের সেরকম কোনও অশান্তির খবর নেই । ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে ৷ শুধুমাত্র পরিদর্শন করতেই আজ বীরভূমে এসেছি । পাশাপশি রাজ্যে সমস্ত ভোটই ভাল হয়েছে, বাহিনী সফলভাবে ভোটে সাহায্য করতে পেরেছে৷ ’’
তবে কর্তব্যরত অবস্থায় দলবল নিয়ে পুজো দেওয়ায় প্রশ্নের মুখে পড়েন এসকে মোহান্তি । আর এই খবর পেতেই তাঁকে তলব করে নির্বাচন কমিশন । পুরো বিষয় নিয়ে রিপোর্ট চায় কমিশন । অন্যদিকে দিলীপ ঘোষও আইজির তারাপীঠে পুজো দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন ৷