পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ুই থেকে উদ্ধার 2 ড্রাম বোমা

পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়ায় একটি বাঁশের মাচার নীচে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয় ৷ এর আগে গতকাল নানুর থেকে প্রায় 200টি বোমা উদ্ধার হয় ৷ -

bomb
বোমা উদ্ধার

By

Published : Apr 11, 2021, 11:57 AM IST

পাড়ুই, 11 এপ্রিল : নানুরের পর এবার পাড়ুই থেকে উদ্ধার হল তাজা বোমা। দুই ড্রাম ভর্তি প্রায় 60টি তাজা বোমা উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ। একটি বাচ্চা ছেলে খেলতে গিয়ে বোমার ড্রাম দেখতে পায় ৷

গতকাল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রাম নানুরের হাটসেরান্দি থেকে প্রায় 200 টি তাজা বোমা উদ্ধার হয়েছিল ৷ সরকারি কমিউনিটি হলের মধ্যে ছিল বোমাগুলি। এবার পাড়ুই থেকে উদ্ধার হল প্রায় 60টি তাজা বোমা।

আরও পড়ুন- এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল : মমতা

পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়ায় একটি বাঁশের মাচার নীচে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা মজুত ছিল। একটি বাচ্চা ছেলে খেলতে খেলতে ঢিল মারে ওই ড্রামে ৷ ঢিলের আঘাতে একটি বোমা ফেটে যায়। অল্পের জন্য রক্ষা পায় বাচ্চাটি। খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ আসে পৌঁছায়। মজুত বোমার স্থান থেকে গ্রামবাসীদের দূরে সরিয়ে দেওয়া হয়।

উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে

পরে বোলপুর থেকে সিআইডি-এর বম স্কয়্যাডের বিশেষজ্ঞরা বোমাগুলি গ্রামের বাইরে ফাঁকা জায়গায় ফাটিয়ে দেয়। নির্বাচন যত এগিয়ে আসছে বীরভূমের নানুর, পাড়ুই, লাভপুর, দুবরাজপুর, ইলামবাজার প্রভৃতি এলাকা উত্তপ্ত হয়ে উঠছে ।

ABOUT THE AUTHOR

...view details