ময়ুরেশ্বর, 28 এপ্রিল : রাত পোহালেই অষ্টম দফার নির্বাচন ৷ এরই মধ্যে বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যে ছড়িয়েছে বীরভূমে ৷
বিজেপির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী বলেন , তৃণমূলের তরফ থেকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে তাঁকে এবং সেকারণেই তাঁর বাড়িতে প্লাস্টিকের ব্যাগে বোমা রেখে এসেছে শাসকদল ৷
ময়ুরেশ্বর 1বি মণ্ডলের বিজেপির সভাপতি সুশান্ত দে বলেন , ' ময়ুরেশ্বর 1বি ব্লকের রাংতাড়া গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী বাড়িতে দু'টি তাজা বোমা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা দরজার সামনে ক্যারি ব্যাগের মাধ্যমে বোমা রেখে দিয়ে যায় ৷ ভোটারদের ভয় দেখানোর জন্য ৷ যাতে কেউ ভোট দিতে না যায় ৷ ' তিনি আরও বলেন ,' তৃণমূলের প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এটা করা হয়েছে ৷ থানায় অভিযোগ কয়েকবার করেছি ...তবুও মল্লারপুর থানার ওসি কোনও পদক্ষেপ নেয়নি ৷ '