পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগের রাতে ইলামবাজারে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি - Bombing at Illambazar

ইলামবাজারের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা । বাড়ির দেওয়ালে বোমার দাগ দেখা যায় ।

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 28, 2021, 10:48 PM IST

ইলামবাজার, 28 এপ্রিল : তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ । তৃণমূলের ইলামবাজার ব্লক সম্পাদক বদরুল রহমানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ । অভিযোগের তীর বিজেপির দিকে । এলাকায় পরে রয়েছে তাজা বোমা ।

বীরভূম জেলায় অষ্টম দফা নির্বাচনের আগের রাতেই ইলামবাজারে বোমাবাজি । ইলামবাজারের বাতিকার গ্রামে বাড়ি তৃণমূল নেতা বজরুল রহমানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা । বেশ কিছুক্ষণ ধরে বাড়ির সামনে বোমাবাজি চলে বলে অভিযোগ । বাড়ির দেওয়ালে বোমার দাগ দেখা যায় । বাড়ির উঠানে পরে থাকতে দেখা তাজা বোমা । অভিযোগের তীর বিজেপির দিকে । যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ইলামবাজার ও পাঁড়ুই থানার পুলিশ।

ইলামবাজারের বাতিকার গ্রামে বাড়ি তৃণমূল নেতা বজরুল রহমানের বাড়ি লক্ষ্য করে বোমা

যদিও, অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা শিবদাস ঘোরুই বলেন, "ওদের নিজেদের দ্বন্দ্ব। আমাদের কোন কর্মী বোমাবাজি করেনি ।

আরও পড়ুন :মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের 'ব্রাত্য' ভোটাররা চাইছেন উন্নয়ন

ABOUT THE AUTHOR

...view details