পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের নানুরে বিস্ফোরণ, উড়ে গেল শৌচাগারের ছাদ - bengal election 2021

গতকালই বীরভূমের ইলামবাজারে বিস্ফোরণ হয় । এদিন নানুরের আরও দুই জায়গায় বিস্ফোরণ হয়েছে ।

bomb blast at nanoor
bomb blast at nanoor

By

Published : Apr 26, 2021, 3:07 PM IST

নানুর, 26 এপ্রিল : বাড়িতে মজুত করে রাখা ছিল বোমা ৷ তারই বিস্ফোরণে কেঁপে উঠল নানুরের কাফেরপুর গ্রাম । বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় শৌচাগারের ছাদ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ ।

ফের বীরভূমের নানুরে বিস্ফোরণ । নানুর বিধানসভার কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাফেরপুর গ্রামে একটি বাড়ির বাইরে শৌচাগারে বোমা মজুত ছিল । সোমবার হঠাৎই মজুত করে রাখা বোমা ফেটে যায় ৷ উড়ে যায় শৌচাগারের ছাদ । জানা গিয়েছে, বাড়িটি লালটু শেখ নামে এক ব্যক্তির । যদিও তিনি দীর্ঘদিন বাড়িতে ছিলেন না । বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা বোমা মজুত করেছে বলে অনুমান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ । আরও বোমা মজুত রয়েছে কিনা তা তল্লাশি চালিয়ে দেখে পুলিশ ৷ খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে ।

বোমা বাঁধতে গিয়ে নানুরে বিস্ফোরণ

আরও পড়ুন :ভোটার তালিকায় প্রৌঢ়কে মৃত ঘোষণা !

গতকালই বীরভূমের ইলামবাজারে বিস্ফোরণ হয় । এদিন নানুরের আরও দুই জায়গায় বিস্ফোরণ হয়েছে । বোমা উদ্ধারের ঘটনা ঘটছে একাধিক জায়গায় । অষ্টম দফার নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নানুর ।

ABOUT THE AUTHOR

...view details