ময়ূরেশ্বর, 29 এপ্রিল : অষ্টম দফা নির্বাচনের দিন এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের ঘটনা ঘটল ময়ূরেশ্বর বিধানসভার দাসপলসা গ্রামে ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, 189 ও 190 নম্বর বুথের বাইরে বাঁশ ও লাঠি নিয়ে জড়ো হয় তৃণমূলের লোকজন । তারপর বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডলকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে ৷ সেই লাঠির আঘাতে গুরুতর জখম হন তিনি । মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্বাভবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়ায় ।
ময়ূরেশ্বরে বিজেপি কর্মীকে মারধর , অভিযুক্ত তৃণমূল
অষ্টম দফার ভোটে অশান্ত বীরভূমের ময়ূরেশ্বর ৷ এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল ৷ যদিও এই মারধরের ঘটনার সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
ময়ূরেশ্বরে বিজেপি কর্মীকে মারধর , অভিযুক্ত তৃণমূল
যদিও এই মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
আরও পড়ুন :প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী, কবির প্রয়াণের 8 দিনের মাথায় করোনাতেই মৃত্যু