সিউড়ি (বীরভূম), 6 এপ্রিল : তৃণমূলকে বিদায় দিয়ে, বাংলার মেয়েদের সম্মান রক্ষার্থে বিজেপি সরকার গড়বে। সিউড়ি মহকুমার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি রোড শো-তে অংশ নিয়ে এমনটাই জানালেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ আজ সিউড়ি মহকুমার অফিসে সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর ও ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন ৷
আরও পড়ুন : প্রার্থীর সমর্থনে উত্তর দিনাজপুরে রোড শো নুসরতের
মহিলাদের সম্মান বাঁচাতে বাংলায় সরকার গড়বে বিজেপি : স্মৃতি ইরানি
সিউড়ি মহকুমায় মনোনয়ন জমা দিলেন বীরভূমের চার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা ৷ মনোনয়ন জমার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি ৷ প্রার্থীদের নিয়ে রোড শো করে সিউড়ি মহকুমা দফতরে যান তিনি ৷
এদিন সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাঁইথিয়ার প্রার্থী প্রিয়া সাহা, দুবরাজপুরের প্রার্থী অনুপ সাহা ও ময়ূরেশ্বরের প্রার্থী শ্যামাপদ মণ্ডল মনোনয়নপত্র জমা দেন ৷ তাঁদের এই মনোনয়ন জমা দেওয়ার আগে সিউড়িতে রোড শো করেন বিজেপির প্রার্থীরা ৷ সেই রোড শো-তে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সেই রোড শো-তে বিজেপির কেন্দ্রীয় এই নেত্রী বলেন, ‘‘এবার বাংলা থেকে তৃণমূল সরকার যাচ্ছে ৷ বাংলা বাঁচাতে এবং বাংলার মেয়েদের সম্মান রক্ষার্থে বিজেপি সরকার গড়বে ৷’’