পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা-অনুব্রতকে কটাক্ষ অনুপমের - বিজেপি নেতা অনুপম হাজরা

বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে একটি পথসভায় বিজেপি নেতা অনুপম হাজরা বলেন,"আপনার তো পা ভেঙে গিয়েছে । ভাঙা পা নাড়াচ্ছেন । খেলার আগেই অবসর নিয়েছেন । আর যার অক্সিজেন যায় না, তাকে খেলাবেন কী করে ।"

bengal election 2021
অনুব্রত ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অনুপমের

By

Published : Apr 4, 2021, 11:13 PM IST

নানুর, 4 এপ্রিল : পা ভেঙ্গে বসে আছেন, খেলা শুরুর আগেই অবসর নিয়েছেন । আর যে মানুষটার অক্সিজেন যায় না তাকে খেলাবেন কী করে । নানুরের বাসাপাড়ায় পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা ।

বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে একটি পথসভা করেন বিজেপি নেতা অনুপম হাজরা । এদিন অনুপম হাজরার পথ সভায় "জয় বাংলা" স্লোগান ওঠে । তার প্রেক্ষিতে পথসভা থেকেই অনুপম হাজরা বলেন,"জয়বাংলা বলবেন না । এটা বাংলাদেশ থেকে ধার করা ।"

অনুব্রত ও মমতাকে কটাক্ষ অনুপমের

আরও পড়ুন : কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর

নানুর বিধানসভায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লুট করতে পারছেন না । তাই বুথে গিয়ে ধর্নায় বসে থাকছেন ।" তিনি আরও বলেন,"আপনার তো পা ভেঙে গিয়েছে । ভাঙা পা নাড়াচ্ছেন । খেলার আগেই অবসর নিয়েছেন । আর যার অক্সিজেন যায় না, তাকে খেলাবেন কী করে ।"

ABOUT THE AUTHOR

...view details