ধরমপুর, 29 এপ্রিল : আজ শেষ দফার ভোটগ্রহণ ৷ সকাল থেকেই অনুব্রত মণ্ডলের গড়ে সংঘর্ষ অব্যাহত ৷ বিজেপি কর্মীদের উপর হামলার একাধিক অভিযোগ উঠছে ৷ এসবের মাঝে বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করার ছবি এল প্রকাশ্যে ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বোলপুরের ধরমপুর এলাকা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
আরও পড়ুন : ইলামবাজারে মাথা ফাটল বিজেপি কর্মীর, চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি
বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ধরমপুরে বুথ পরিদর্শনে যান ৷ সেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ শুধু তাই নয়, তাঁকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ এর পাশাপাশি তাঁর গাড়ি ভাঙচুর, তাঁকে ও তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর, দেখুন ভিডিয়ো... ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন ৷ খবর পেয়ে পুলিশ আসে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ এ প্রসঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, বোলপুরের মানুষ যেন সন্ত্রাসের সামনে মাথা নত না করেন ৷ ধমকানি চমকানির সামনে মাথা নত না করেন ৷ অরাজকতা সৃষ্টিকারীদের বিদায় বেলা এসে গিয়েছে ৷ আগামী দিনে সোনার বাংলা তৈরি হবে ৷ সোনার বাংলা গড়ার সময় হয়ে এসেছে ৷ ভোট দিন, সন্ত্রাসকে হারান ৷