পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর উপাচার্যকে পরিণত ও সহনশীলতা দেখাতে হবে, বললেন বোলপুরের বিজেপি প্রার্থী - bjp candidate anirban ganguly

বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি সকলের ঘনিষ্ঠ । শুনেছি বিদায়ী মন্ত্রী বলেছেন আমি নাকি উপাচার্যের ঘনিষ্ঠ । তবে উপাচার্যের এই ধরনের মন্তব্য কাম্য নয় । উপাচার্য বোলপুর-শান্তিনিকেতনের অভিভাবক । তাই বিশ্বভারতীর উপাচার্যকে অনেক বেশি পরিণতশীল ও সহনশীলতা দেখতে হবে।"

bengal election 2021
বিজেপি প্রার্থী

By

Published : Mar 20, 2021, 11:05 PM IST

বোলপুর, 20 মার্চ : বিশ্বভারতীর উপাচার্যকে অনেক বেশি পরিণতশীল ও সহনশীলতা দেখাতে হবে । বিজেপি প্রার্থী হওয়ার পর বোলপুরে এসে একথা বললেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় । প্রসঙ্গত, তিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । আর উপাচার্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ বোলপুর-শান্তিনিকেতন বাসীর ভোট টানতে উপাচার্যের ঘনিষ্ঠ ইসু তুলেছেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ । তাই বিশ্বভারতীকে নিয়ে বাঙালির আবেগ ভোট বাক্সে ধরে ধরতে উপাচার্যের মন্তব্যকে সমর্থন করতে নারাজ বোলপুরের বিজেপি প্রার্থী ।

বোলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় । বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য স্বপন কুমার দত্তের সময় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণ 'কোট' কমিটির সদস্য ছিলেন অনির্বাণবাবু । এমনকি, তিনি বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । বর্তমানে পৌষমেলা, বসন্ত উৎসবসহ বিশ্বভারতীর বিভিন্ন প্রান্তে প্রাচীর নির্মাণ, গেট বন্ধ করে দেওয়া প্রভৃতি সিদ্ধান্তে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপর ক্ষুব্ধ বোলপুর-শান্তিনিকেতন এলাকার সাধারণ মানুষজন । তাই বিশ্বভারতীর উপাচার্য উপর ক্ষুব্ধ মানুষজনের ভোট টানতে বোলপুরে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ বলেছিলেন, "বিজেপি প্রার্থী উপাচার্যের ঘনিষ্ঠ আর বিশ্বভারতী উপাচার্য স্বার্থপর দৈত্যর মতন চতুর্দিকে প্রাচীর দিচ্ছেন ।"

এদিন বিজেপির প্রার্থী হওয়ার পর বোলপুরে আসেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নে তিনি বলেন,"আমি সকলের ঘনিষ্ঠ । শুনেছি বিদায়ী মন্ত্রী বলেছেন আমি নাকি উপাচার্যের ঘনিষ্ঠ । তবে উপাচার্যের এই ধরনের মন্তব্য কাম্য নয় । উপাচার্য বোলপুর-শান্তিনিকেতনের অভিভাবক । তাই বিশ্বভারতীর উপাচার্যকে অনেক বেশি পরিণতশীল ও সহনশীলতা দেখতে হবে।"

আরও পড়ুন : বিশ্বভারতীর পাগলা ভিসি, শুকনো নেশা করে কি না জানতে হবে : অনুব্রত

অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে বিপুল ভোটে জয়ের প্রসঙ্গেও আশাবাদী বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "আমি নিশ্চিত এখানে বিপুল ভোটে জয়ী হব । এটা রবি ঠাকুরের গড় । অন্য কার গড় আমি জানি না ।"

ABOUT THE AUTHOR

...view details