পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটাধিকার কেড়ে অনুব্রতকে ব্যান করা উচিত, বললেন বোলপুরের বিজেপি প্রার্থী

অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণ ব্যান করে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি তুললেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে বিজেপি । শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

" ভোটাধিকার কেড়ে অনুব্রতকে ব্যান করা উচিত ", বললেন বোলপুরের বিজেপি প্রার্থী
" ভোটাধিকার কেড়ে অনুব্রতকে ব্যান করা উচিত ", বললেন বোলপুরের বিজেপি প্রার্থী

By

Published : Apr 16, 2021, 10:21 PM IST

বোলপুর, 16 এপ্রিল : বাল ঠাকরের মতো অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণ ব্যান করে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি তুললেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে বিজেপি । শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ।

বিধানসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে সমস্ত কিছুতে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণভাবে ব্যান করতে হবে। এমনই দাবি তোলেন অনির্বাণবাবু । পাশাপাশি তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ারও দাবি তোলেন তিনি ।

এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "কীভাবে সারা নির্বাচন জুড়ে এত কুকথা বলতে পারেন অনুব্রতবাবু । তাঁকে সম্পূর্ণভাবে ব্যান করা উচিত । ড্রাফট করার কাজ হয়ে গিয়েছে , এবার আমরা নির্বাচন কমিশনকে জানাব । "

" ভোটাধিকার কেড়ে অনুব্রতকে ব্যান করা উচিত ", বললেন বোলপুরের বিজেপি প্রার্থী

এদিন তিনি আরও বলেন , "যখন বাল ঠাকরেকে সম্পূর্ণ ব্যান করা হয়েছিল , তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল । তখন আমরা সেটা মেনে নিয়েছিলাম । অনুব্রত মণ্ডল কে ? তাঁকেও সম্পূর্ণ ব্যান করা উচিত। কীভাবে একজন জন প্রতিনিধি খুন হওয়ার কথা প্রকাশ্যে বলতে পারেন ? "

এ বিষয়ে অনুব্রতবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , যে যা খুশি দাবি করবে আর নির্বাচন কমিশন তার কথা মতো কাজ করবে এমনটা তো হবে না ৷

আরও পড়ুন :পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল

ABOUT THE AUTHOR

...view details