বোলপুর, 27 এপ্রিল : নজরবন্দি হলেও খেলা হবে । বক্তা অনুব্রত মণ্ডল । এবারের নির্বাচনেও নজরবন্দি করা হল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন বিকেল পাঁচটা থেকে 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত তাঁকে নজরবন্দি করল নির্বাচন কমিশন । এর আগেও 2016 ও 2019 সালে বিধানসভা ও লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছিল ।
29 এপ্রিল শেষ দফা অর্থাৎ অষ্টম দফার নির্বাচন বীরভূম জেলায় । তার আগেই নজরবন্দি করা হল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । প্রায় 60 ঘণ্টা তাঁকে নজরবন্দি করল নির্বাচন কমিশন । এদিন বিকেল পাঁচটা থেকে নির্বাচনের পরের দিন অর্থাৎ 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত ।