পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"এই উপাচার্য বিশ্বভারতীর উপাচার্য হওয়ার যোগ্য নয়", বললেন বোলপুরের বিজেপি প্রার্থী - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

নাম না করে সাংবাদিক বৈঠকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তোপ দাগলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ সোমবারের বৈঠক থেকে তিনি উপাচার্যকে বহিষ্কারের দাবিও তোলেন ৷ তৃণমূলের সঙ্গে উপাচার্যের ঘনিষ্ঠতা নিয়েও এদিন তথ্য তুলে ধরেন তিনি ৷

বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য হওয়ার যোগ্য নয়, বললেন বোলপুরের বিজেপি প্রার্থী
বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য হওয়ার যোগ্য নয়, বললেন বোলপুরের বিজেপি প্রার্থী

By

Published : Apr 27, 2021, 12:33 PM IST

বোলপুর, 27 এপ্রিল : সোমবার সাংবাদিক বৈঠকে নাম না করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি তিনি উপাচার্যকে বহিষ্কার করার দাবি জানান । তৃণমূলের সঙ্গে উপাচার্যের ঘনিষ্ঠতা নিয়েও এদিন তথ্য তুলে ধরেন তিনি । বিশ্বভারতী নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান বোলপুরের বিজেপি প্রার্থী ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উপাসনা গৃহের কাছে ধর্নায় দিচ্ছে বিশ্বভারতীর এক পড়ুয়া সহ তার সহপাঠীরা । সেখানে গিয়ে অবস্থানরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অনির্বাণবাবু ।
এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে তিনি বলেন, " করোনার সময় যেখানে প্রধানমন্ত্রী বারবার বলছেন পড়ুয়াদের পাশে থাকতে, তাদের মনোবল বাড়াতে, সেখানে উপাচার্য তাদের সাসপেন্ড করে দিচ্ছেন । উপাচার্যকে বহিষ্কার করা উচিত । এটা আমার দাবি । শিক্ষামন্ত্রী আমাকে ফোন করেছিলেন । তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এই বিষয়ে ।"

নাম না করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তোপ বোলপুরের বিজেপি প্রার্থীর
অনির্বাণবাবু আরও বলেন, "পৌষমেলার সময় ব্যবসায়ীদের সিকিউরিটি মানি নেওয়া হয়েছিল । এখন সেই টাকা ফেরত দিচ্ছেন না । আমি ব্যবসায়ীদের বলব আদালতে যাওয়ার জন্য । আমি যদি কোন ভাবে তাদের সহযোগিতা করতে পারি, তারা যদি আমার সহযোগিতা চায়, তাহলে আমার কাছে আসতে পারে ।"বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দিয়ে অনির্বাণবাবু বলেন, "এই উপাচার্য গুরুদেবের বিশ্বভারতীর উপাচার্য হওয়ার যোগ্য নয় ।"

আরও পড়ুন :কোভিড বৃদ্ধির জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট

তিনি জানান, দিল্লিতে এই মুহূর্তে উপাচার্যের বিরুদ্ধে তদন্ত ও জেরা চলছে । বিশ্বভারতীর উপাচার্যকে বহিষ্কার করার সমস্ত রকম প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । এমনই ইঙ্গিত দেন বিজেপি প্রার্থী । এছাড়া বোলপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গে উপাচার্যের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানান তিনি । এমনকি সেই সম্পর্কিত তথ্যও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন অনির্বাণবাবু । বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে এদিন একাধিক প্রশ্ন তোলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details