পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল - bjp candidate jagannath chattopadhayay

মিছিলে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে ৷

বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল
বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

By

Published : Apr 16, 2021, 10:23 AM IST

সিউড়ি, 16 এপ্রিল : বিজেপির ভোটের প্রচারে বাধা ও হামলার অভিযোগ ৷ এমনকি বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ৷ বিজেপি কর্মীদের বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় দুই বিজেপি কর্মী-সমর্থক গুরুতর আহত হয় ৷ গতকাল সিউড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সদাইপুরের পুরুলিয়া অঞ্চলের ঘটনা ৷ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে অবস্থানে বসেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন : আগরপাড়ায় বোমা উদ্ধার, চাঞ্চল্য

গতকাল সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় ৷ কয়েকজন বিজেপি কর্মীর বাইক ভাঙচুর করা হয় ৷ প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় ৷ ঘটনায় গুরুতর আহত হন বিজেপির কর্মী সমর্থকরা ৷

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় ৷ কিন্তু কাউকে এখনও পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়নি ৷ দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থানায় অবস্থানে বসে বিজেপি নেতৃত্ব ৷ প্রায় ঘণ্টা চারেক ধরে চলে বিক্ষোভ ৷ পরে, বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details