পাড়ুই, 23 মার্চ : পাড়ুইয়ে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থানে যায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা ।
পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে বিজেপির দলীয় পতাকা-ব্যানার লাগিয়েছিলেন কর্মীরা । অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির সব পতাকা, ব্যানার, ফেস্টুন খুলে ফেলে পুড়িয়ে দেওয়া হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । এদিন পাড়ুইয়ে বোলপুর বিধানসভা তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের প্রচার করার কথা রয়েছে । তার আগেই বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয় ৷
পাড়ুইয়ে বিজেপির পতাকা-ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Allegation against TMC for burning bjp flags
পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে বিজেপির দলীয় পতাকা-ব্যানার লাগিয়েছিলেন কর্মীরা । অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপির ওই সব পতাকা, ব্যানার, ফেস্টুন খুলে ফেলে পুড়িয়ে দেওয়া হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে ।
পাড়ুইয়ে বিজেপির পতাকা-ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আরও পড়ুন,অভিমান ভুলে ফিরলেন, উত্তরপাড়ায় পদ্ম ফোটাতে নির্দল প্রার্থী হচ্ছেন না কৃষ্ণা
স্থানীয় বিজেপি নেতা শেখ সামাদ বলেন, "বিজেপির সংগঠন বাড়ছে দেখে এই ধরনের কাণ্ড করছে তৃণমূল । আমাদের পতাকা, ব্যানার সব পুড়িয়ে ফেলেছে ।" যদিও, অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের স্থানীয় নেতা সদাই শেখ বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । প্রচার পেতে নিজেরাই এসব করছে ।"