পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদর্শ আচরণবিধি ভঙ্গ করে নানুরে বাইক মিছিল , অভিযুক্ত তৃণমূল - আদর্শ আচরণবিধি ভঙ্গ করে নানুরে বাইক মিছিল

আদর্শ আচরণবিধি ভঙ্গ করে বাইক মিছিল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝিকে নিয়ে সিঙ্গি গ্রাম জুড়ে বাইক মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকরা । যা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।

নির্বাচনী বিধি ভঙ্গ করে বিনা অনুমতিতে নানুরে বাইক মিছিল , অভিযুক্ত তৃণমূল
নির্বাচনী বিধি ভঙ্গ করে বিনা অনুমতিতে নানুরে বাইক মিছিল , অভিযুক্ত তৃণমূল

By

Published : Apr 9, 2021, 7:30 AM IST

নানুর, 9 এপ্রিল:অষ্টম দফায় বীরভূম জেলায় নির্বাচন ৷ সেদিনই ইভিএম বন্দী হবে জনমত ৷ তার আগেআদর্শ আচরণবিধি ভঙ্গ করে বাইক মিছিল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝিকে নিয়ে সিঙ্গি গ্রাম জুড়ে বাইক মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকরা । যা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।

বিজেপি জেলা সহ সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, " প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কোনও অনুমতি ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী । এখনও পর্যন্ত প্রশাসনের একাংশকে নিজেদের হাতের মুঠোয় রেখে দিয়েছে তৃণমূল।"

আরও পড়ুন :প্রচারে বেরিয়ে ঝাঁটা-জুতো দেখলেন লাভপুরের বিজেপি প্রার্থী

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই বিজেপি ও তৃণমূল দুই পক্ষের বোমা উদ্ধারের ঘটনায় উত্তপ্ত নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম ৷ পঞ্চায়েত ভবনের সামনে থেকে বোমা উদ্ধার হওয়ার পর গ্রামে এখনও চাপা উত্তেজনা রয়েছে । এর মাঝেই বৃহস্পতিবার গ্রাম জুড়ে বাইক মিছিল করে তৃণমূল । আদর্শ আচরণবিধি অনুযায়ী বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ । কিন্তু, এদিন দেখা যায় নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝিকে নিয়ে বাইক মিছিল করে দলের কর্মী-সমর্থকরা । বিজেপির অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই গ্রাম জুড়ে দাপিয়ে বেড়িয়েছে তৃণমূলের বাইক বাহিনী । এমনকি, হেলমেট ছাড়াই বাইক মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের । যা নিয়েও উঠেছে প্রশ্ন । যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

নির্বাচনী বিধি ভঙ্গ করে বিনা অনুমতিতে নানুরে বাইক মিছিল , অভিযুক্ত তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details