নানুর, 9 এপ্রিল:অষ্টম দফায় বীরভূম জেলায় নির্বাচন ৷ সেদিনই ইভিএম বন্দী হবে জনমত ৷ তার আগেআদর্শ আচরণবিধি ভঙ্গ করে বাইক মিছিল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝিকে নিয়ে সিঙ্গি গ্রাম জুড়ে বাইক মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকরা । যা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
বিজেপি জেলা সহ সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, " প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কোনও অনুমতি ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী । এখনও পর্যন্ত প্রশাসনের একাংশকে নিজেদের হাতের মুঠোয় রেখে দিয়েছে তৃণমূল।"
আদর্শ আচরণবিধি ভঙ্গ করে নানুরে বাইক মিছিল , অভিযুক্ত তৃণমূল
আদর্শ আচরণবিধি ভঙ্গ করে বাইক মিছিল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝিকে নিয়ে সিঙ্গি গ্রাম জুড়ে বাইক মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকরা । যা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।
আরও পড়ুন :প্রচারে বেরিয়ে ঝাঁটা-জুতো দেখলেন লাভপুরের বিজেপি প্রার্থী
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই বিজেপি ও তৃণমূল দুই পক্ষের বোমা উদ্ধারের ঘটনায় উত্তপ্ত নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম ৷ পঞ্চায়েত ভবনের সামনে থেকে বোমা উদ্ধার হওয়ার পর গ্রামে এখনও চাপা উত্তেজনা রয়েছে । এর মাঝেই বৃহস্পতিবার গ্রাম জুড়ে বাইক মিছিল করে তৃণমূল । আদর্শ আচরণবিধি অনুযায়ী বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ । কিন্তু, এদিন দেখা যায় নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝিকে নিয়ে বাইক মিছিল করে দলের কর্মী-সমর্থকরা । বিজেপির অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই গ্রাম জুড়ে দাপিয়ে বেড়িয়েছে তৃণমূলের বাইক বাহিনী । এমনকি, হেলমেট ছাড়াই বাইক মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের । যা নিয়েও উঠেছে প্রশ্ন । যদিও এই বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷