পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি, আহত 2 - তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি

বুথ দখলের চেষ্টায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি ৷ ঘটনায় আহত 2 বিজেপি কর্মী ৷

ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি, আহত 2
ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি, আহত 2

By

Published : Apr 29, 2021, 7:59 PM IST

Updated : Apr 29, 2021, 8:24 PM IST

ইলামবাজার, 29 এপ্রিল : ভোটের দিন সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে অশান্ত ইলামবাজার ৷ বেলা বাড়তেই বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া, গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর করার ছবি প্রকাশ্যে আসে ৷ তারই মধ্যে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে জয়দেব গ্রাম পঞ্চায়েতের ছোটোচক গ্রামে ৷ বোমাবাজি হয় ৷ কাঠগড়ায় তৃণমূল ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : ধরমপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বাঁশ নিয়ে তাড়া, গাড়ি ভাঙচুর

জানা গিয়েছে, ইলামবাজারের ছোটোচকে ভোট চলছিল ৷ সেইসময় ভোটগ্রহণ কেন্দ্রের দুই প্রান্তে বিজেপি ও তৃণমূলের লোকজন জমায়েত হতে শুরু করে ৷ বিজেপির দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ এ নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, পরে হাতাহাতি সংঘর্ষের রূপ নেয় ৷

ইলামবাজারে বোমাবাজি, সংঘর্ষ ৷ দেখুন ভিডিয়ো...

তারপরেই দু’পক্ষের লোকজন ভোটগ্রহণ কেন্দ্র থেকে দূরে গিয়ে বোমাবাজি করে ৷ বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ ঘটনায় আহত হন 2 বিজেপি কর্মী ৷ তাঁদের উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

Last Updated : Apr 29, 2021, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details