বোলপুর, 22 ফেব্রুয়ারি : বিজেপিকে সাজিয়ে গুছিয়ে মারার নিদান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ! বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর এই নিদানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক (Controversial Statement by Minister Chandranath Sinha in Birbhum) ৷ পৌরসভা ভোটে অশান্তির আবহ তৈরি করতে তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷
বোলপুর পৌরসভার 7নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুকান্ত হাজরা ৷ সোমবার সন্ধ্যায় তাঁর হয়ে প্রচার করেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘দিল্লিতে যে সরকার আছে তারা তো দশ মাসে মুছে গেল বাংলা থেকে ৷ একটা টিকিট দিতে পারল না ৷ তাই আমরাই বললাম দে একটা টিকিট ৷ তাঁদের এমনই দুর্দশা যে সিম্বলটাই আমাদের হাতে দিয়ে দিল ৷ বলছে তোমরা একটা দাঁড় করিয়ে দাও ৷ তাই একটা ছেলেকে দাঁড় করিয়ে দিলাম ৷ সর্বভারতীয় দল একটা সম্মান থাকুক ৷’’