পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal civic polls 2022: অনুব্রতর গড়ে বিজেপিকে মনোনয়ন পেশে বাধা-মারধর ! আটকে রাখা হল প্রার্থীকে

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal news) গড় বোলপুরে বিজেপিকে মনোনয়ন পেশে (Bengal civic polls 2022) বাধা দেওয়া ও মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (BJP candidates stopped to file nomination)৷

bengal-civic-polls-2022-bjp-candidates-stopped-to-file-nomination-allegedly-by-tmc-at-birbhum
অনুব্রতর গড়ে বিজেপিকে মনোনয়ন পেশে বাধা-মারধর, আটকে রাখা হল প্রার্থীকে

By

Published : Feb 9, 2022, 5:37 PM IST

বোলপুর, 9 ফেব্রুয়ারি:অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal news) গড়বীরভূমে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা (BJP candidates stopped to file nomination) ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC at Birbhum)। এমনকী প্রার্থীদের মহকুমা শাসকের দফতর সংলগ্ন বাজার সমিতির ঘরে আটকেও রাখা হল ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে । তবে এখনও পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিজেপি প্রার্থী ৷ অন্যদিকে, খেলা হবে গান চালিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছে তৃণমূল ।

আজই পৌরসভা নির্বাচনের জন্য (Bengal civic polls 2022) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন । এ দিন বোলপুর মহকুমা শাসকের দফতরে খেলা হবে গান বাজিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান তৃণমূল প্রার্থীরা ৷ তবে বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া ও মারধর করা হয় বলে অভিযোগ ৷ এখানেই শেষ নয়, বিজেপির জেলা সভাপতি সন্ন্যাসী মণ্ডল ও বিজেপি প্রার্থীদের মহকুমা শাসকের দফতর সংলগ্ন বোলপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির ঘরে আটকেও রাখা হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বও ৷ বিজেপি প্রার্থীদের উদ্ধার করে তাঁদের মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

বোলপুর মহকুমা শাসকের দফতর

আরও পড়ুন: AMC Election 2022: আসানসোলে আক্রান্ত বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আটকে থাকা বিজেপি নেতা কাঞ্চন ঘোষ জানলা দিয়ে বলেন, "আমাদের আটকে রেখেছে ৷ আমরা ভীত সন্ত্রস্ত ৷ মনোনয়ন পত্র জমা দিতে পারছি না ।"

অনুব্রতর গড়ে বিজেপিকে মনোনয়ন পেশে বাধা-মারধর ! আটকে রাখা হল প্রার্থী

মহকুমা শাসকের দফতরে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংএর নেতৃত্বে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে যান ৷ সেই সময় মন্ত্রী বলেন, "বিজেপি মিথ্যে অভিযোগ করছে ৷ আমি এখানে বসে আছি, আসুক আমরাই ওঁদের মনোনয়ন জমা করিয়ে দেব ৷"

আরও পড়ুন:BJP Candidate : ফের বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details